শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন

শেষ সেশনে ৭ উইকেটের পতন, বক্সিং ডে টেস্টে ১৮৪ রানে হার ভারতের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

গ্যাবায় ড্র করে মেলবোর্ন টেস্ট খেলতে নেমেছিল ভারত। মেলবোর্ন বক্সিং ডে টেস্টে জেতা তো দুরের কথা, এবার সামান্য ড্র করতে পারল না ভারত।  প্রথম সেশনে উইকেটবিহীন থাকলেও, শেষ সেশনে ভারত হারিয়েছে একে একে ৭ উইকেট।

শেষ পর্যন্ত এই ম্যাচে রোহিত শর্মাদের ১৮৪ রানে হার।  ৫ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া ১-২ ব্যবধানে পিছিয়ে পড়ল।  এই হারে পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্বপ্নও কার্যত চুরমার হয়ে গেল।

মেলবোর্ন টেস্ট জয়ের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া লক্ষ্য  দেয় ৩৪০ রানের। হাতে ছিল একটা দিন। কিন্তু পঞ্চম দিন পুরো ব্যাট করে লড়তে পারেনি ভারতীয় ব্যাটিং অর্ডার।

ভারতীয়দের আশা ছিল, জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র হবে।  কিন্তু শেষপর্যন্ত তাও হল না।  মাত্র একটা সেশনের মধ্যে গোটা ছবিটা একেবারে বদলে গেল। তৃতীয় সেশন শুরু হওয়ার আগে ভারতের হাতে ৭ উইকেট বাকি ছিল।  আর ওই সেশনে অলআউট ভারত।

৩৩ রানে ২ উইকেট থাকা ভারত মাত্র ১৫৫ রানে গুটিয়ে যায়।  ভারতীয় ইনিংসে দুই অঙ্কের রান পেরোতে পেরেছেন মাত্র দুই জন।  যশস্বী জয়সয়াল ৮৪ রান করলেন ও ঋষভ পন্থ করেন ৩০ রান। এদের বাদ দিলে বাকি কেউ রান পাননি।

এর আগে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া করে ৪৭৪ রান। জবাবে ভারত করে ৩৬৯ রান। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রান তুলে ভারতকে ৩৪০ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া।

৪৯ ও ৪১ খরচায় দুই ইনিংসে ৩টি করে ৬ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন প্যাট কামিন্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ