রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:২৬ পূর্বাহ্ন

২০২৪ সালের সেরা আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা আর্জেন্টিনার নতুন বছর শুরু হলো দারুণ এক স্বীকৃতির মধ্য দিয়ে। সব খেলার সব দল মিলিয়ে ২০২৪ সালের সেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল।

ক্রীড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন এআইপিএসের ভোটাভুটিতে টানা তৃতীয়বার বিশ্বসেরা দলের স্বীকৃতি পেল লিওনেল মেসির আর্জেন্টিনা। বিদায়ি বছরে কোপা আমেরিকা জেতার পাশাপাশি লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে শীর্ষে ছিল আর্জেন্টিনা।

সেরার লড়াইটা হয়েছে এবার তিনটি ফুটবল দলের মধ্যে। ইউরোজয়ী স্পেন জাতীয় ফুটবল দল ও চ্যাম্পিয়ন্স লিগজয়ী স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে বর্ষসেরা দল নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।

১১১ দেশের ৫১৮ জন সাংবাদিকের ভোটে সর্বোচ্চ ৫৭৯ পয়েন্ট পেয়েছেন মেসিরা। ৫৫২ পয়েন্ট পেয়ে স্পেন দ্বিতীয় ও ৫৩২ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৬০ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়েছে যুক্তরাষ্ট্র পুরুষ বাস্কেটবল দল। পঞ্চম সেরা বার্সেলোনার নারী ফুটবল দল (২৭৮)। ইংলিশ ফুটবল ক্লাব ম্যানসিটি (১৭০) তালিকার নয়ে।

এআইপিএসের ভোটে রেকর্ড ১৫০৭ পয়েন্ট পেয়ে ২০২৪ সালের সেরা ক্রীড়া প্রতিযোগিতা নির্বাচিত হয়েছে প্যারিস অলিম্পিক। ৭১৪ পয়েন্ট পেয়ে ইউরো দ্বিতীয় ও ৩২১ পয়েন্ট পেয়ে তৃতীয় হয়েছে উইম্বলডন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ