ব্যাট হাতে দীর্ঘদিন ধরে ধুঁকছেন শুভমন গিল। রান পেতেও ভুগছেন। দু:সময় দীর্ঘ হয় তাতে। পড়েন দল থেকে বাদ। শোনা যাচ্ছে, বোর্ডার-গাভাস্কার ট্রফির পরের ম্যাচে একাদশে ফিরবেন গিল। তবে তার আগেই এসেছে খারাপ খবর। গুজরাটে চিটফান্ড কেলেঙ্কারিতে জড়িয়েছেন গিল। তিনি তবে একাই নন, আইপিএলের ফ্রাঞ্চাইজি গুজরাট টাইটান্সের আরও তিন ক্রিকেটার এই কেলেঙ্কারিতে জড়িত। সিআইডি খতিয়ে দেখছে, চিটফান্ড চক্রে তাদের ভূমিকা কী ছিল!
ভারতীয় গণমাধ্যমের খবর, গিলের সঙ্গে সিআইডি জিজ্ঞাসাবাদ করতে চলেছে সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া ও মোহিত শর্মাকে। তারা সবাইপঞ্জি স্কিমে টাকা রেখেছিলেন। চিটফান্ড কেলেঙ্কারির মাস্টারমাইন্ড ভূপেন্দ্রসিং জালাকে জিজ্ঞাসাবাদ করেই মিলেছে এসব তথ্য। স্কিমে সবচেয়ে বেশি টাকা রেখেছিলেন গিল। সবমিলিয়ে ১ কোটি ৯৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন শুভমান। বেশ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করেছিলেন বাকি তিন ক্রিকেটারও। কিন্তু টাকা ফেরাতে পারেনি সংস্থাটি।
একে তো অর্থ গেছে, তার উপর এখন সিআইডি সন্দেহ করছে প্রচারণায় এসব ক্রিকেটার ছিলেন। যদি অমন কিছুর প্রমাণ মেলে তবে গিলের দু:সময় আরও বাড়বে। ভারতের আমেদাবাদ মিররে প্রকাশিত খবর অনুযায়ী, শুভমান যেহেতু অস্ট্রেলিয়া সফরে রয়েছেন তাই সিআইডি তাকে জিজ্ঞাসাবাদের দিন পিছিয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ৪৫০ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে চার জনকেই একসঙ্গে ডাকবে সিআইডি। জিজ্ঞাসাবাদের সময় কেলেঙ্কারির মাস্টার মাইন্ড ভূপেন্দ্রসিং জানিয়েছে, ২০২০ থেকে ২০২৪ পর্যন্ত গোটা গুজরাটে মোট ১৭টি অফিস খুলেছিলেন। চড়া হারে মুনাফা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১১ হাজার বিনিয়োগকারী জোগাড় করে ফেলেন। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই মুনাফার অর্থ দেওয়া হয়নি। সেই অভিযোগের তদন্ত করতে গিয়ে গত ২৭ ডিসেম্বর আটক করা হয় জালাকে। তদন্তের সার্থে এবার ডাক পড়তে যাচ্ছে শুভমন সহ চার তারকা ক্রিকেটারের।