বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

ঘরের মাঠে উজ্জ্বল সিলেটের ব্যাটাররা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ প্রদর্শন করেছেন

বিপিএলের ঢাকা পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছিল সিলেট স্ট্রাইকার্স। সেই ম্যাচে বড় হারের তেঁতো স্বাদ পেয়েছিল তারা। ঢাকা পর্ব শেষে বিপিএল এখন সিলেট। আর ঘরের মাঠে জ্বলে উঠেছেন দলের ব্যাটাররা। রংপুর রাইডার্সের বিপক্ষে রনি তালুকদার ও জাকির হাসানের ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে সিলেট। রংপুরকে ২০৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিকরা।

সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠান রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই স্ট্রাইকার্স ওপেনার রনি তালুকদার ও জর্জ মুনশি।

উদ্বোধনী জুটিতে ৪৭ রান সংগ্রহ করেন এই দুই ওপেনার। মুনশি ১২ বলে ১৮ রান করে ফিরে গেলেও আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন রনি। সাজঘরের ফেরার আগে ৩ ছক্কা ও ৭ চারে ৩২ বলে ৫৪ রান করেন তিনি।

অ্যারোন জন্স ও জাকির হাসান মিলে সিলেটের রানের চাকা সচল রাখেন। দলীয় ১৭১ রানে ৩৮ বলে ৫০ রান করে আউট হন জাকির। এরপর অসাধারণ ফিনিশিং করেন জাকের আলি। এতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে সিলেট। জন্স ১৯ বলে ৩৮ ও জাকের ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ