চতুর্থ স্তরের দল ডেপ মিনেরা পাত্তাই পায়নি। স্পেনের মিউনিসিপাল স্টেডিয়াম কার্টাগোনোভাতে গোল উৎসবে মেতেছিল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রে’র শেষ ৩২-শে দাপুটে জয়ে শেষ ষোলও নিশ্চিত করে বসেছে লস ব্লাঙ্কোসরা। তাতেই যারপরনাই খুশি কোচ কার্লো আনচেলত্তি।
আজ মিনেরাকে ৫-০ গোলে হারিয়েছে লা লিগার শীর্ষ দল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন আন্দ্রে গুলার। একবার করে জালের দেখা পেয়েছেন এডুয়ার্ড কামাভিঙ্গা, লুকা মদ্রিচ ও ফেদেরিক ভালভার্দে। ম্যাচে দুর্দান্ত খেলা অভিজ্ঞ মদ্রিচের স্তুতি আলাদা করে গেয়েছেন আনচেলত্তি।
লুকাকে ফুটবলের উপহার অভিহিত করে রিয়াল কোচ বলেছেন, ‘লুকা ফুটবলের জন্য একটা উপহারস্বরূপ। তার চেয়েও বড় বিষয় যারা তাকে কাছ থেকে দেখে। ভক্ত, খেলোয়াড়, কোচ… আমার কাছেও সে একটা বড় উপহারের মতো। যেভাবে সে এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করে। মনে হয় এটা যেন ফাইনাল। তরুণদের জন্য সে দারুণ উদাহরণ।’
এদিন কোপা দেল রে’র শেষ ষোলোতেও পূর্ণ শক্তি নামিয়েছিলেন আনচেলত্তি। শুরু থেকে দাপটও দেখায় ব্লাঙ্কোসরা। পাঁচ মিনিটের মধ্যে ভালভার্দে গোলও পায়। ৮ মিনিট বাদে ব্যবধান বাড়ান কামাভিঙ্গা। আধাঘণ্টার সময় তৃতীয় গোলটি করেন গুলের।
দ্বিতীয়ার্ধে ম্যাচটা পুরোপুরি নিজেদের করে নিতে অবদান রাখেন মদ্রিচ। ব্রাহিম ডিয়াজের সঙ্গে দারুণ সমন্বয়ে স্কোর ৪-০ করে পুরো স্টেডিয়ামকে স্তব্ধ করে দেন তিনি। মিনেরার গোলকিপার ফ্রান মার্টিনেজ নৈপূণ্যে ব্যবধানও খুব বেশি বড় হয়নি। খেলা শেষের দুই মিনিট বাকি থাকতে অবশ্য পঞ্চম গোলটি এনে দেন গুলের।