বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন

সাকিবের অভাব টের পাচ্ছে চিটাগং কিংস

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

চিটাগং কিংস নিয়ে আলোচনা কম হয়নি। হেলমেটকাণ্ড নিয়ে সমালোচনা থেকে কানাডিয়ান হোস্ট হয়ে সাকিব আল হাসান ইস্যু— মুখে মুখে ছিল এই তিন বিষয়। মিরপুরে হারে শুরু কিংসদের বিপিএল। পরে টানা তিন জয়, টেবিলে এখন দুই নম্বরে মোহাম্মদ মিথুনের দল। তবুও ফ্রাঞ্চাইজি মালিকের কণ্ঠে আক্ষেপ, সাকিবকে পেলে আরও ভালো হত।

টুর্নামেন্টের তৃতীয় ধাপ শুরু হচ্ছে আগামীকাল ১৬ জানুয়ারি। কুড়ি কুড়ির উন্মাদনা বন্দরনগরীতে চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। তার আগে আরেকবার সাকিবকে নিয়ে আক্ষেপের কথা শোনালেন কিংসের মালিক সামির কাদের চৌধুরি। বিপিএলে তারাই প্রথম চমক দিয়েছিল। সাকিবকে টানার পর দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও মঈন আলী। কিন্তু তিন অলরাউন্ডারের একজনকেও পায়নি তারা। রাজনৈতিক ও বোলিং অ্যাকশন ত্রুটিযুক্ত হওয়ায় সাকিব নেই বিপিএলে। বাকি দুই অলরাউন্ডারও যোগ দিতে পারেননি কিংসের ডেরায়।

মঙ্গলবার চট্টগ্রামে সেই আক্ষেপই ঝড়েছে কিংসের মালিকের কণ্ঠে, ‘সাকিবসহ তিনজন বড় অলরাউন্ডার নেই। তারপরও আল্লাহর রহমতে ভালো পারফরম্যান্স করছি। তিনজনের অভাবটা তো থাকবেই। তার পরও আমাদের এগিয়ে যেতে হবে।’

সিলেটে দুর্দান্ত ছিল কিংস। খুলনার কাছে হেরে শুরু করা কিংসরা পরের ম্যাচেই দেখায় দাপট। মিরপুরে সেদিন রাজশাহীকে উড়িয়ে পায় ১০৫ রানের জয়। পরে সিলেট পর্বের দুটি ম্যাচে সিলেট স্ট্রাইকার্স ও ঢাকা ক্যাপিটালসকে হারায় তারা। ঘরের মাঠের পর্ব শুরুর আগে ৬ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দুইয়ে। শীর্ষে আছে অপরাজেয় রংপুর রাইডার্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ