সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:৩৪ অপরাহ্ন

ড্রেসিংরুমের ‘ভিলেন’ ধরেছেন গম্ভীর, বোর্ডকে জানিয়েছেন নাম

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ প্রদর্শন করেছেন

একে তো ব্যর্থ দল, তারউপর এই সমস্যা, ওই সমস্যা। বেশ কিছুদিন যাবৎ ভারতের ড্রেসিংরুমের পরিস্থিতিও ভালো না। জুনিয়র খেলোয়াড়ের সঙ্গে লেগে যাচ্ছে কোচ গৌতম গম্ভীরের। কথা শোনাতে ছাড়ছেন না অভিজ্ঞ রোহিত কিংবা কোহলিকে। কড়া হেডমাস্টারের এমন আচরণে চেঞ্জিংরুমের পরিবেশে ধরেছে ফাঁটল। আবার এসব কথা হয়ে যাচ্ছে পাঁচকান। তাতেই চটেছিলেন কোচ গম্ভীর। তদ্ন্ত করে খুঁজেও পেয়েছেন সেই ‘ভিলেন’কে।

ভারতের একাধিক মিডিয়ার বরাতে খবর, বর্ডার-গাভাস্কার সিরিজ চলাকালে যেসব খবর ফাঁস হয়েছিল, তা জানিয়েছে তরুণ এক ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে ফেরার পর ক্রিকেট বোর্ড বিসিসিআইকে তার নামও শুনিয়েছেন গম্ভীর। মিটিংয়ে ভারতের কোচ বলেছেন, ড্রেসিংরুমের খবর বাইরে নেওয়া সেই ক্রিকেটারের নাম সরফরাজ খান। তিনি তার বিরুদ্ধে প্রমাণও খুঁজে পেয়েছেন।

বিসিসিআই সূত্রের খবর, গম্ভীর যে রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট অনুযায়ী ড্রেসিংরুমের খবর সাংবাদিকদের হাতে দেন সরফরাজই। যদিও এখন অবধি এটি নিয়ে সরাসরি কোনো কথা বলেননি ভারতের কোচ। এমনকি বোর্ডও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি। তবে সরফরাজের ওই কাণ্ড যদি সঠিক প্রমাণিত হয়, তবে তিরস্কার শুনতে পারেন তরুণ এই ব্যাটার। ভারতের বোর্ড কঠিন হলে, শাস্তিও মেনে নিতে হতে পারে সরফরাজকে।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে নাকানি চুবানি এবং সবশেষ অস্ট্রেলিয়ায় ভূপাতিত—সব মিলিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফি তো গেছেই, সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হাতছাড়া হয়েছে ভারতের। এসব চলার মাঝেই বের হচ্ছিল ড্রেসিংরুমের খবর। অস্ট্রেলিয়ায় থাকাকালেই গম্ভীর বলেছিলেন, বেশ কিছু খেলোয়াড় ড্রেসিংরুমের পরিবেশ ঠিক রাখছেন না। তিনি তখন ঋষভ পান্তের দিকে সিদ্ধান্ত না মানার অভিযোগ তুলেছিলেন। এবার বোর্ডকে জানিয়েছেন, ড্রেসিংরুমের খবর বাইরে দেওয়া সরফরাজের নাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ