সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন

নিউজিল্যান্ডকে হারিয়ে ক্রিকেট বিশ্বকাপে ইতিহাস গড়ল নাইজেরিয়া

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ প্রদর্শন করেছেন

নাইজেরিয়া। নামটাকে ক্রিকেট পরিমণ্ডলে অপরিচিতই মনে হয়। প্রথম বারের মতো এসেছে আইসিসি অনূর্ধ্ব ১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে। এসেই গড়ে ফেলেছে এক বিরাট ইতিহাস। দলটা আজ নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ২ রানে! তাতেই নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়টা তুলে নিয়েছে দলটা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটা পুরোপুরি খেলতে পারেনি। বৃষ্টির কারণে ম্যাচটা গেছে ভেসে। আজকের ম্যাচেও সে শঙ্কা ছিল। তবে বৃষ্টি থেমে ম্যাচ মাঠে গড়িয়েছে কিছু পরেই। তাতে নাইজেরিয়ানরা নিজেদের প্রথম পূর্ণ ম্যাচ খেলার সুযোগ পায়, যেখানে শেষ বলটা পর্যন্ত মাঠে গড়িয়েছে। সেই ম্যাচেই ইতিহাসটা গড়ল নবাগত এই দল।

বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচটা নেমে আসে ১৩ ওভারে। শুরুতে ব্যাট করতে নেমে নাইজেরিয়া অধিনায়ক পিটি লাকি আর লিলিয়ান উদেহর অবদানে ভর করে ৬ উইকেট খুইয়ে তোলে ৬৫ রান।

জবাবে নিউজিল্যান্ড তাদের ওপেনার কেট আরউইনকে প্রথম বলেই হারায় রান আউটের কাটায়। অন্য ওপেনার এমা ম্যাকলয়েড সে ওভারের তৃতীয় বলে আউট হন উসেন পিসের শিকার হয়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে নিউজিল্যান্ড ১১তম ওভারের শেষে করে ৪৯ রান, হাতে উইকেট ছিল ৫টা।

শেষ দুই ওভারে দলটার দরকার ছিল ১৭ রান। সে ওভারে নিউজিল্যান্ড অধিনায়ক টাশ ওয়েকেলিনের ব্যাটে চড়ে তোলে ৮ রান। শেষ ওভারে ৯ রান প্রয়োজন ছিল তাদের। তবে উদেহর ওভারে স্রেফ ৬ রানই তুলতে পারে কিউইরা। যার ফলে ২ রানের রোমাঞ্চকর এক জয় তুলে নেয় নাইজেরিয়া।

আনিকা টড আর ওয়েকেলিন যথাক্রমে ১৯ আর ১৮ রান তুলেছিলেন। তবে তা নিউজিল্যান্ডের জন্য যথেষ্ট হয়নি। নাইজেরিয়াই তাতে হেসেছে শেষ হাসিটা।

এই জয়ের ফলে দ্বিতীয় ম্যাচ শেষেও নবাগত নাইজেরিয়া রইল অপরাজিত হয়ে। ভাবা যায়!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ