সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পূর্বাহ্ন

হ্যাটট্রিকে নোমানের ইতিহাস, আছেন দুই বাংলাদেশিও

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

ব্যাটারদের খেলা ক্রিকেটে কম যান বোলাররাও। নিজেদের দিনে প্রতিপক্ষের ব্যাটারদের ধসিয়ে দিয়ে জায়গা করে নেন খবরের শিরোনামে। এবার যেমনটি করেছেন পাকিস্তানের ৩৮ বছর বয়সি স্পিনার নোমান আলী। মুলতান টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে একরকম একাই গুঁড়িয়ে দিয়েছেন নোমান। হ্যাটট্রিকসহ তার শিকার ৬ উইকেট। তার দিনে ক্যারিবীয়দের প্রথম ইনিংস থেমেছে ১৬৩ রানে।

মুলতান টেস্টে এই হ্যাটট্রিকের মধ্যে দিয়ে ইতিহাস গড়া হয়েছে নোমানের। পাকিস্তানের প্রথম স্পিনার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। নাম লিখিয়েছেন হ্যাটট্রিক করা বোলারদের অভিজাত ক্লাবে। অবশ্য এই ক্লাবে আছে দুই বাংলাদেশি ক্রিকেটারও। যাদের টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি রয়েছে।

মুলতানে ১২তম ওভারে বোলিংয়ে এসে নোমান সাজঘরে ফেরান ক্যারিবীয় ব্যাটার জাস্টিন গ্রেভেস, কেভিন ইমলাস ও কেভিন সিনক্লিয়ারকে। আর তাতেই প্রথম পাকিস্তানি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। টেস্টে পাকিস্তানি বোলারদের মধ্যে এটি ষষ্ঠ হ্যাটট্রিক। আর পেস-নির্ভর পাকিস্তানের মাটিতে স্পিনার হিসেবে সব মিলিয়ে যা তৃতীয় হ্যাটট্রিক।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বাধিক দুবার হ্যাটট্রিকের স্বাদ নিয়েছেন ওয়াসিম আকরাম। কিংবদন্তি এ পেসার শ্রীলংকার বিপক্ষে একবার লাহোরে এবং একবার ঢাকায় এই কীর্তি গড়েছিলেন। একবার করে এই কীর্তি আছে আব্দুর রাজ্জাক ও বর্তমান সময়ের পেসার নাসিম শাহর। নাসিম ২০২০ সালে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে এই কীর্তি গড়েছিলেন

টেস্টে হ্যাটট্রিকের অভিজাত ক্লাবে আছেন দুই বাংলাদেশি ক্রিকেটারও। অলক কপালি ও সোহাগ গাজী এই কীর্তি করে দেখিয়েছেন বাংলাদেশের হয়ে। ২০০৩ সালে পেশোওয়ারে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম হ্যাটট্রিক করেন অলক কপালি। এরপর ২০১৩ সালে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে হ্যাটট্রিকের স্বাদ নেন সোহাগ গাজী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ