রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

নারাইন-ডেভিড-ওয়ার্নাররা আসছেন বিপিএলে!

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৫ সালের আসরটাকে বুঝি স্রেফ বিতর্ক দিয়েই মনে রাখতে হবে। দৃষ্টিকটু মানের ছোট বাউন্ডারি, স্পট ফিক্সিংয়ের সন্দেহের পর বিপিএল দেখল পাওনা অনাদায়ে খেলোয়াড়দের ম্যাচ বয়কট— এবারের বিপিএল স্রেফ নেতিবাচক কারণেই শিরোনাম হয়েছে। তবে শেষ দিক ঘনিয়ে আসতেই তারকাদের বিপিএলে আসার আভাস ইতিবাচক শিরোনামে নিয়ে আসছে বিপিএলকে।

সুখবরটা আসছে বিপিএলের টেবিল টপার রংপুর রাইডার্সের পক্ষ থেকে। অস্ট্রেলিয়ান ব্যাটার টিম ডেভিড, সঙ্গে ডেভিড ওয়ার্নারকে আনা হচ্ছে দলটিতে। সঙ্গে আসছেন সুনীল নারাইনরাও।

ডেভিড ওয়ার্নার এর আগেও বিপিএলে খেলেছেন। ২০১৮–১৯ মৌসুমে সিলেট সিক্সার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন তিনি। চলমান আসরের প্লে-অফে তাকে দেখা যেতে পারে রংপুর রাইডার্সের জার্সিতে।

সুনীল নারাইন অবশ্য বিপিএলের নিয়মিত মুখ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে একাধিক বিপিএল জিতেছেন তিনি। তাকেও দলে টানতে যাচ্ছে রংপুর। তিনি এখন আছেন আইএলটি-টোয়েন্টিতে, আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। ২ ফেব্রুয়ারি তিনি সেখানে শেষ গ্রুপ ম্যাচটা খেলার কথা। এরপর তার দল প্লে অফে না উঠলেই চলে আসবেন বিপিএলে। যদি উল্টোটা হয়, তাহলে তাকে দেখতে পাওয়ার সম্ভাবনা থাকবে না আর।

এদিকে টিম ডেভিড অবশ্য বিপিএলে খেলেননি কখনও। তাকেও দলে ভিড়িয়েছে রংপুর। তবে তিনি কবে আসবেন ঢাকায়, সেটা নিশ্চিত হবে দলের পয়েন্ট টেবিলের অবস্থান বুঝে। একই বিষয় প্রযোজ্য বাকি দুইজনের ক্ষেত্রেও।

এবারের বিপিএলে প্রথম দল হিসেবে প্লে অফে চলে গেছে রংপুর। ৮ ম্যাচ জিতে চলে গেছে প্লে অফে। তবে শেষ দুই ম্যাচে দুর্বার রাজশাহীর কাছে টানা দুই হারে দলটার প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করার অপেক্ষা বেড়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ