রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:২৫ অপরাহ্ন

‘বিতর্কিত’ ফ্র্যাঞ্চাইজি মালিককে কাঁধে তুলে নাচলেন তাসকিন-বিজয়রা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

বিপিএলজুড়ে পারিশ্রমিক নিয়ে বহু নাটক দেখিয়েছে দুর্বার রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। এরই মধ্যে বেতন-ভাতা না পেয়ে ম্যাচ বর্জন পর্যন্ত করেছেন দলটির বিদেশি ক্রিকেটাররা। তবে এমন নজিরবিহীন ঘটনায় দলটির দেশি ক্রিকেটারদের ভ্রূক্ষেপ নেই। তারা নিজেদের চেকের খাম পেয়ে আর রংপুর রাইডার্সের বিপক্ষে দুই রানের জয়ে খুশিতে আটখানা।

রংপুরকে হারানোর পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিকুর রহমানকে রীতিমত কাঁধে তুলে নেচেছেন তাসকিনরা। সহাস্যে আলিঙ্গন করেছেন, জয় উদযাপনে কেটেছেন কেক।

অথচ এই ক্রিকেটাররাই পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজি টালবাহানা করায় অনুশীলন বর্জনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখনো বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দলটি কোনো সমাধান খুঁজে পায়নি।

বিসিবি এরই মধ্যে দলটির বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে। বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু রোববার (২৬ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমকে বলেন, ‘(পরিস্থিতি) এই পর্যায়ে যে যাবে এটা কিন্তু কেউ ভাবেনি। দেশের পরিস্থিতির কথা চিন্তা করে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু তাদের ওপরে বিশ্বাস করে খেলা শুরু করা হয়েছিল, তারা সেই বিশ্বাস রাখেনি। এখন সময় এসেছে আমাদের ব্যবস্থা নেওয়ার। বিপিএল ক্রিকেট বোর্ডের একটা সম্পত্তি। সেটি রক্ষার জন্য বিসিবির নিয়ম অনুযায়ী যে যে ব্যবস্থা নেওয়ার আছে, সেগুলো নেওয়া হবে।’

এদিকে তাসকিনদের ফ্র্যাঞ্চাইজি মালিককে নিয়ে জয়োৎসবের ভিডিওর নিচে কটু মন্তব্য ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। এর মধ্যে একজন লিখেছেন, ‘কেকের টাকা এল কোত্থেকে?’

আজ (সোমবার) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামবে দুর্বার রাজশাহী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ