শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:১০ পূর্বাহ্ন

আরও দুই বিদেশীকে টাকা না দেওয়ার অভিযোগ চিটাগং কিংসের দিকে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

বিপিএলে আবারও পারিশ্রমিক বিতর্ক ঘিরে সমালোচনার মুখে চিটাগং কিংস। এর আগে পারভেজ ইমন ইস্যুতে বিতর্কের জন্ম দেওয়া দলটি এবার দুই বিদেশি ক্রিকেটারকে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগে আলোচনায় এসেছে।

পাকিস্তানের খাজা নাফে ও আফগানিস্তানের জুবাইদ আকবরী এখনো তাদের প্রাপ্য টাকা পাননি। এমনকি দেশে ফেরার বিমান টিকিটও সরবরাহ করা হয়নি বলে জানা গেছে।

ফ্র্যাঞ্চাইজিটির মালিক সামির কাদের চৌধুরী বিষয়টি স্বীকার করেছেন। যদিও তিনি জানিয়েছেন ভিন্ন কথা। তবে দ্রুত পারিশ্রমিক পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নাফেরটা ঠিক আছে। ওর সঙ্গে চুক্তিই হয়েছে সে ক্যাশ নিয়ে যাবে। তাদের সঙ্গে চুক্তিটাই এমন হয়েছে, টুর্নামেন্ট শেষে তোমরা ক্যাশ নিয়ে যাবা। আমি তাদের কীভাবে রাখি, তা আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের অনেক সম্মান দেওয়া হয়। আমি অসন্তুষ্ট ছিলাম কিছু মন্তব্য নিয়ে, আর কিছু না।’

এমন পরিস্থিতি নতুন নয় চিটাগং কিংসের জন্য। কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দোর পারিশ্রমিক না দেওয়ার বিষয়টি গণমাধ্যমে উঠে এসেছিল। এরপর জাতীয় দলের ক্রিকেটার পারভেজ ইমনের সঙ্গে আচরণ নিয়ে মালিক সামির কাদের চৌধুরী সমালোচিত হন। এবার নতুন করে দুই বিদেশি ক্রিকেটারের পারিশ্রমিক বিতর্ক বিপিএলের ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ