বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন

অভিনেত্রীকে মেসেজ প্রসঙ্গে শাদাব, ‘ব্লক করেনি কেন’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

গত বছর টিকটকার শেহতাজ খান দাবি করেছিলেন মেসেজে শাদাব খান তাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। পাকিস্তানের একজন ক্রিকেটার ডিস্টার্ব করছে বলে দাবি করেছিলেন অভিনেত্রী নাওয়াল সাঈদ। অভিনেত্রীদের মেসেজিংয়ের বিষয়টি নিয়ে মজার জবাব দিয়েছেন শাদাব। পাকিস্তানের তারকা অলরাউন্ডার পাল্টা প্রশ্ন তুলেছেন, বিরক্ত হলে ব্লক কেন তারা দিল না?

সম্প্রতি জিও নিউজের একটি টক শো ‘হাসনা মানা হ্যায়’তে শাদাবকে একজন দর্শক জিজ্ঞাসা করেন, ‘প্রায় সব অভিনেত্রীর দাবি ক্রিকেটাররা তাদের মেসেজ করেন, আপনি কি কখনও কোনো অভিনেত্রীকে মেসেজ করেছিলেন?’

এমন প্রশ্নেও চটে যাননি শাদাব। বরং ঠান্ডা মাথায় দিয়েছেন জবাব। শাদাব ওই দর্শককে পাল্টা প্রশ্ন করেছেন, ‘যদি কখনও ক্রিকেটাররা মেসেজে দিয়েও থাকে, তবে সমস্যা কোথায়?’ এরপর নিজেই দিয়েছেন উত্তর।

শাদাব বলেছেন, ‘সবার ফোনেই ব্লক অপশন আছে। যদি পছন্দ না করো তবে রিপ্লাই দিও না। যাইহোক। অভিনেত্রীদেরও কিছু ব্যাপার থাকে। তারা নিজেকে উপস্থাপনের উপায় খুঁজে পায়, এমন বোঝাতে যে ক্রিকেটাররা আমার সঙ্গে কথা বলতে চান।’

শাদাব নিজের দাবির ব্যাখাও দিয়েছেন, ‘প্রায়ই এমন কিছু ভিডিও দেখি যাতে বাড়িয়ে বাড়িয়ে বলা হয়। আসলে তেমন কিছু ঘটেইনি। কিছু অভিনেত্রী এটি করে নিজের জাহির করার জন্য— দেখবেন কোনো টুর্নামেন্ট চলাকালে বা বিশ্বকাপের সময় এসব বেশি সামনে আসে। কারণ, তখন সবাই এদিকেই নজর রাখে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ