বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৪৩ অপরাহ্ন

মুশফিক-মাহমুদউল্লাহকে ওয়ানডে দলে চান না পাকিস্তানি তারকা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯ প্রদর্শন করেছেন

বাংলাদেশ দলের সাবেক দুই অধিনায়ক মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। জাতীয় দলের এই দুই অভিজ্ঞ তারকা বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের নায়ক। আবার অনেক ম্যাচে চেষ্টা করেও দলকে জয়ের দুয়ারে নিতে ব্যর্থ হয়েছেন তারা।

দীর্ঘদিন ধরে জাতীয় দলে খেলার কারণে দলে তারা অটোমেটিক চয়েজ। কিন্তু বাস্তবতা হচ্ছে তাদের বয়স বেড়ে গেছে। মাহমুদউল্লাহর অফিসিয়ালি বয়স ৩৯ বছর, মুশফিকের বয়স ৩৮ ছুঁইছুঁই। বয়সের কারণে তারা আগের মতো সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন। যে কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রত্যাশিত ফল পাচ্ছেনা বাংলাদেশ। যে কারণে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়ে তরুণদের সুযোগ করে দেওয়ার পক্ষে মত দিয়েছেন সাবেক তারকারা।

পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্রিকেট দলের শেখার সুযোগ। তারা মাহমুদউল্লাহ এবং মুশফিকুর রহিমের মতো খেলোয়াড় এনেছে যাদের বয়স ৩৯ আর ৩৭ বছর। তরুণ ক্রিকেটারদের সাদা বলের ক্রিকেটের জন্য তৈরি করো আর এসব অভিজ্ঞদের যদি খেলার আগ্রহই থাকে, তবে লাল বলে (টেস্টে) খেলাও। সাদা বলের ক্রিকেট ভয়ডরহীন থাকার খেলা। বাংলাদেশকে এটা নিয়েই ভাবা উচিত। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটা দল তৈরি করা।

মাহমুদউল্লাহ রিয়াদ ২০২১ সালে জিম্বাবুয়ে সফরে ক্যারিয়ার সেরা ১৫০* রানের ইনিংস খেলে টেস্ট থেকে অবসর নেন। গত বছর ভারত সফরে টি-টোয়েন্টি থেকেও অবসর নেন তিনি। এখন শুধু ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন।

অন্যদিকে মুশফিকুর রহিম টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট আর ওয়ানডে খেলছেন। কিন্তু তার সাম্প্রতিক ফর্ম নিম্নমুখী। সবশেষ তিন ওয়ানডেতে আফগানিস্তান, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক আউট হয়েছেন ১, ০, ও ২ রানে। বিশেষ করে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরপর দুই ম্যাচে মুশফিক আউট হন ০ ও ২ রানে। তারকা ক্রিকেটারের ব্যর্থতায় আসর থেকে ছিটকে যায় বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ