বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন

স্মিথের সেই ঘটনা মনে ধরেছে সবার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

ঘটনাটি আফগানিস্তানের ব্যাটিং ইনিংসে। নাথান এলিস যখন ৪৭তম ওভার শেষ করেন, তখন ক্রিজ ছেড়ে বেরিয়ে যান নূর আহমেদ। আম্পায়ার তখনও ওভার ঘোষণা করেননি। সেই সুযোগে স্ট্যাম্প ভেঙে দেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার জশ ইংলিশ। হতাশ হয়ে পড়েন আফগান তারকা নূর। তবে তখনই সিদ্ধান্ত পাল্টে নেন স্টিভ স্মিথ।

অস্ট্রেলিয়ার অধিনায়ক আম্পায়ারের কাছে অনুরোধ করেন যাতে আউট না দেন। নূর সে যাত্রায় বেঁচে যান। পরে আজমতউল্লাহ ওমরজাই তাকে নিয়েই আফগানিস্তানকে আড়াইশ পেরিয়ে দেন। অজিদের ওই স্পিরিটকে মনে ধরেছে ভক্ত-সমর্থকদের। প্রশংসায় ভাসছেন স্মিথ।

নূর আহমেদের অবচেতন মনেই করে বসেছিলেন ভুল। তবে ইংলিশ নজরে রেখেছিলেন। যদিও রান আউটের আবেদন করার পরেই ছুটে আসেন স্মিথ। আম্পায়ারদের কাছে অনুরোধ করেন আহমদকে রান আউট না করতে। আম্পায়ারেরা সেই সিদ্ধান্ত মেনে নেন। খেলা চালিয়ে যান আহমদ। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে।

আফগানিস্তানের সঙ্গে অস্ট্রেলিয়ার ম্যাচটি গেছে বেরসিক বৃষ্টির পেটে। তবে একটি জয় ও দুটিতে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় অস্ট্রেলিয়া চলে এসেছে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ চারে। এই গ্রুপ থেকে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার মাঝে যেকোনো একটি দল পাবে সেমির টিকিট। সেই ইদুর দৌঁড়ে প্রোটিয়ারা বেশ এগিয়ে। আজ বিকালে  ইংলিশদের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ