ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও টাইগারদের ব্যাটিং বিপর্যয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলতে নেমে বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রথম ইনিংসে ৪০.১ ওভারে মাত্র ১০৬ রানেই অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল। জবাবে ব্যাটিংয়ে নেমে কাইল ভেরেইনার সেঞ্চুরিতে ভর করে ৩০৮ রান করে প্রোটিয়ারা।
২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেও বিপাকে বাংলাদেশ ক্রিকেট দল। দ্বিতীয় ইনিংসের তৃতীয় ওভারেই দুই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৪ রানেই ফেরেন ওপেনার সাদমান ইসলাম অনিক ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
দলের এমন বিপদে হাল ধরার চেষ্টা করেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেট জুটিতে তারা ৫৫ রানের জুটি গড়েন।
দলীয় ৫৯ রানে ফেরেন নাজমুল হোসেন শান্ত। তার আগে ৩৯ বলে দুই চার আর এক ছক্কায় ২৩ রান করে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক।
দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মাহমুদুল হাসান জয় ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।