ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের নারী সাফে অংশ নিচ্ছে বাংলাদেশ। যে টুর্নামেন্টে আগের আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে পাকিস্তানের জালে ৬ গোল দিয়েছিল, সে পাকিস্তানের সঙ্গে এবার ১-১ ড্র করতে হয়েছে। পারফরম্যান্সে এমন ছন্দপতনের পর দলের ইংলিশ কোচ পিটার বাটলারকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় দলের ডিফেন্ডার মনিকা চাকমা।
কোচ দলের সিনিয়র খেলোয়াড়দের একেবারেই পছন্দ করেন না মনে করেন এই ডিফেন্ডার। অভিযোগের সপক্ষে উদাহরণ দিয়ে মনিকা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘আসলে আমাদের হেড কোচ মারিয়া, মাসুরা আপু, কৃষ্ণাদের পছন্দই করে না। তাদের নামাবেই না সে। আমরা সিনিয়র খেলোয়াড়েরা গিয়ে কথাও বলেছিলাম যে কেন নামাচ্ছেন না, কী কারণ, আমাদের টিমের স্বার্থের জন্য ওদের প্রয়োজন আছে। আমরা যদি জিততে চাই, তাহলে ওদের অবশ্যই প্রয়োজন আছে। এই কথাগুলো বলেছিলাম আমরা সিনিয়র কয়েকজন গিয়ে। এরপরও উনি মানেনি।’
পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ফরোয়ার্ড সানজিদা ও ডিফেন্ডার মাসুরাকে মাঠে নামাননি কোচ পিটার বাটলার। মারিয়া ও কৃষ্ণাকে নামান শেষের দিকে। কৃষ্ণা সম্পূর্ণ ফিট না হওয়ায় তার বদলি নামা নিয়ে তেমন প্রশ্ন উঠছে না, তবে মারিয়াকে একাদশে না রাখায় বিস্মিত করেছে সংশ্লিষ্টদের।
মনিকার অভিযোগের প্রেক্ষিতে সাংবাদিকরা তার কাছে জানতে চান, কেন কোচ সিনিয়রদের পছন্দ করেন না। এর জবাবে এই ডিফেন্ডার বলেন, ‘সেটা উনিই জানেন। সিনিয়রদের পছন্দই করেন না উনি, এটা মেইন কথা।’
বিকল্প থাকলে তিনি নিজেও একাদশে জায়গা পেতেন তা নিয়ে সন্দেহের কথা জানান মনিকা, ‘আমার পজিশনে যদি অন্য কেউ ভালো করত, তাহলে ওকেই নামাত। আপুর (সাবিনা খাতুন) পজিশনে যদি আপু অধিনায়ক না হতো, তাহলে অন্য কাউকে খেলাত।’
উল্লেখ্য, ২৩ অক্টোবর ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ গ্রুপ ম্যাচ। সেমিফাইনালে উঠতে এ ম্যাচে পয়েন্ট পাওয়া জরুরী বাংলাদেশের জন্য। তবে যদি ভারতের কাছে হেরেও যায়, সেক্ষেত্রে ২ গোলের বেশি ব্যবধানে না হারলে সুযোগ থাকবে সেমিতে খেলার।