বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

প্রোটিয়াদের কত রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার চেয়ে ১০১ রানে পিছিয়ে আছে। তৃতীয় দিনে প্রথমে এই রান সংগ্রহ করতে হবে বাংলাদেশের ব্যাটারদের। তারপর আসবে দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য ছুঁড়ে দেওয়ার প্রশ্ন।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যাটারদের উপর অকুণ্ঠ আস্থার কথা জানালেন পেসার হাসান মাহমুদ। তিনি বলেন, ‘(মাহমুদুল হাসান) জয় ও মুশি (মুশফিকুর রহিম) ভাই আজকে অনেক ভালো একটা সময় পার করেছ। কালকে (বুধবার) চেষ্টা থাকবে যত লম্বা সময় ব্যাট করতে পারে, দুজনের জুটি যতটা বড় করতে পারে। এরপর পেছনে যারা ব্যাটসম্যান আছে, তাদেরও একই লক্ষ্য নিয়ে ব্যাট করা উচিত যে, আমরা কত বড় পার্টনারশিপ করতে পারব।’

বাংলাদেশ যদি পরিকল্পনা মতো ব্যাট করে লিড নিতে পারে, সেক্ষেত্রে প্রোটিয়াদের কত লক্ষ্য দিতে চায় বাংলাদেশ। এই প্রসঙ্গে হাসান মাহমুদ জানান, ‘২০০ রানের বেশি লক্ষ্য দিলে অবশ্যই আমরা (জিততে) পারব।’

দক্ষিণ আফ্রিকাকে ২০০ রান বা তার বেশি লক্ষ্য দিতে হলে দ্বিতীয় ইনিংসে অন্তত ৪০০ রান করতে হবে বাংলাদেশকে। তবে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায় থাকা বাংলাদেশ সেটা পারবে কি? হাসানের প্রত্যয়ী উত্তর, কালকে (বুধবার) তিন সেশন ব্যাট করতে পারলে অবশ্যই সম্ভব।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ