বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও অভিনেতা রণবীর সিংয়ের মেয়ের নাম ‘দুয়া’ রাখার কারণ হিসাবে নতুন তথ্য পাওয়া গেছে। এখন সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল তত্ত্বে পৌঁছে গেছে। এ নিয়ে নেটিজনদের মাঝে ঝড় উঠেছে। একেকজন একেক মন্তব্যে ‘দুয়া’র ব্যাখ্যা দিচ্ছেন।
গত সেপ্টেম্বর মাসেই দীপিকা পড়ুকোন-রণবীর সিংয়ের পরিবারে এসেছে তাদের প্রথম সন্তান। মেয়ের নাম দুয়া পাড়ুকোন সিং রেখেছেন এ দম্পতি। এ খবর নিজেরাই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে জানিয়েছেন ‘দীপবীর’।
মেয়ের এমন নাম রাখার কারণ হিসাবে দীপিকা বলেন, ‘দুয়া পাড়ুকোন সিং। দুয়ার অর্থ হলো প্রার্থনা। আর ও আমাদের সব প্রার্থনার ফসল। আমাদের মন আজ ভালোবাসা ও কৃতজ্ঞতায় কানায় কানায় ভরে উঠেছে। —ইতি দীপিকা ও রণবীর।
যদিও এরপরও ‘দুয়া’ নাম রাখার জন্য কিছু লোকজন দীপিকা-রণবীরকে ট্রল করতে ছাড়েননি। অনেকেরই প্রশ্ন— মেয়ের মুসলিম নাম কেন রাখলেন? হিন্দু নাম কি কম পড়ে গিয়েছিল? কেউ আবার লিখেছেন— এত মুসলিম প্রীতি কীসের? হিন্দু নাম ভালো লাগে না, উর্দুই পছন্দ?
আরেকজন লিখেছেন— প্রার্থনা রাখলে কী হতো?’ কেউ আবার বলেছেন— দুয়ার থেকে প্রার্থনা অনেক বেশি সুন্দর। আরেক নেটিজেন লিখেছেন— কোনো হিন্দু দেবীর নাম পেলেন না মেয়ের নাম রাখার জন্য? আবার কেউ লিখেছেন—দুর্বা রাখতে পারতেন।
তবে কেন দীপবীরের মেয়ের নাম দুয়া রাখা হলো তা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন করে সমালোচনা। কেন এই স্টার কিডের নাম দুয়া পাড়ুকোন সিং? এটা নিয়ে বিশেষ জল্পনা উসকে ফিল্মি জ্ঞানের তরফে একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যদিও পুরো বিষয়টিই কাকতালীয়ভাবেও ঘটতে পারে।
DUA নামটিতে রয়েছে দীপিকার নামের আদ্যাক্ষর D, আর U-হতে পারে দীপিকার মা উজ্জ্বলা পাড়ুকোনের নামের আদ্যাক্ষর, আর A হতে পারে অভিনেত্রীর গলফর বোন আনিশা পাড়ুকোনের নামের আদ্যক্ষর। এই তিনটি মিয়ে নিলে হয় D + U + A অর্থাৎ দুয়া। এই পোস্টটি দেখার পর অনেক নেটিজেন প্রশ্ন তুলেছেন মেয়ের নামের সঙ্গে রণবীরের নামের আদ্যাক্ষর কেন ব্যবহার করলেন না দীপিকা?
দুয়ার নামের পেছনে এই তত্ত্ব অনুসারে রণবীরের আদ্যাক্ষরকে কেন গুরুত্বপূর্ণ বলে মনে হলো না? তা নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।
আবার নেটিজেনদের কাছে এর জবাবও রয়েছে। একজন লিখেছেন— রণবীরের মায়ের নামও তো আঞ্জু, সেখান থেকেও তো মেয়ের নামের A লেটার রেখে থাকতে পারেন দীপবীর। আরও একজন সহমত পোষণ করে লিখেছেন—’D+U+A-তো দীপিকা+উজ্জ্বলা (দীপিকার মা) +অঞ্জু (রণবীরের মা) নামের প্রথম লেটার নিয়েও রাখা হতে পারে, তাই না?’
প্রসঙ্গত, এ বিষয়টি আমাদের প্রিয়াংকা চোপড়া জোনাস এবং নিক জোনাসের মেয়ে মালতি মেরি চোপড়া জোনাসের কথা মনে করিয়ে দেয়। প্রিয়াংকা-নিকের মেয়ের নামও তার ঠাকুমাদের নামানুসারে রাখা হয়েছে।
উল্লেখ্য, এ মুহূর্তে রণবীর-দীপিকা দুজনেই কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে সদ্যোজাত কন্যার জন্য বাবা-মায়ের দায়িত্ব সামলাচ্ছেন। কাজের ক্ষেত্রে রণবীর-দীপিকা দুজনকেই রোহিত শেঠির দিওয়ালি রিলিজ ‘সিংহাম অ্যাগেইন’-এ পুলিশের ভূমিকায় দেখা গেছে।