পাকিস্তানের নারী ক্রিকেট দলের কেন্দ্রীয় চুক্তিতে বড় পরিবর্তন এসেছে। পাঁচজন সিনিয়র ক্রিকেটারকে বাদ দিয়ে নতুন এই চুক্তির কথা জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
নতুন প্রতিভাদের নিয়ে মোট ২০ জনকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভুক্ত করা হয়েছে। চুক্তির বাইরে থাকা এই সিনিয়র খেলোয়াড়রা জাতীয় দলে খেলতে পারবেন, কিন্তু কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের মতো নিয়মিত সুযোগ-সুবিধা পাওয়া বন্ধ হবে।
চুক্তি থেকে বাদ পড়া সিনিয়র ক্রিকেটাররা হলেন– সাবেক অধিনায়ক নিদা দার, আলিয়া রিয়াজ, আনুশা নাসির, ইয়েমান ফাতিমা ও সিদরা নওয়াজ। ১ জুলাই থেকে নতুন চুক্তি কার্যকর হবে। চুক্তি থেকে বাদ পড়লেও জাতীয় দলে খেলতে পারবেন এই পাঁচ ক্রিকেটার।
চুক্তিতে নতুন করে তিনজনকে যুক্ত করা হয়েছে। তারা হলেন– তাসমিয়া রুবাব, রামিন শামিম ও গুল ফিরোজা।
নতুন কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি ‘এ’তে রয়েছেন– অধিনায়ক ফাতিমা সানা, সহ অধিনায়ক মুনিবা আলি ও সিদরা আমিন।
ক্যাটাগরি ‘বি’তে রয়েছেন– নাশরা সান্ধু ও সাদিয়া ইকবার।
ক্যাটাগরি ‘সি’তে রয়েছেন– ডায়না বেগ ও ওমাইমা সোহেল।
ক্যাটেগরি ‘ডি’তে রাখা হয়েছে– গুলাম ফাতিমা, রামিন শামিম, তাসমিয়া রুবাব, গুল ফিরোজা, সাদাফ শামাস, তুবা হাসান, নাজিহা আলবি, সায়েদা আরুব শাহ ও উম্ম-এ-হানি।
জানা গেছে, নারী ক্রিকেটের উন্নয়নে ২০২৫-২০২৯ সাল পর্যন্ত কর্মসূচি হাতে নিয়েছে পিসিবি। এই কর্মসূচির লক্ষ্য নতুন প্রতিভাদের খুঁজে বের করা ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নতি করা।