ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের নিলামে আছেন সাকিব নামে এক ক্রিকেটার। নিলামে ৩০ লাখ রুপির বেইজ প্রাইসে থাকা এই সাকিবের জন্মস্থান গোপালগঞ্জ জেলায়।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের সাথে সাকিবের নাম যেমন মিলে যায়, ঠিক তেমনি মিলে যায় বাংলাদেশের জেলা গোপালগঞ্জের সাথেও। তবে এই সাকিবের বাড়ি ভারতের বিহারের গোপালগঞ্জ জেলায়।
ভারতীয় গণমাধ্যম সূত্রমতে, বিহারের গোপালগঞ্জে বেড়ে উঠেছেন সাকিব হুসাইন। ২০২১ সালে পাটনায় অনুষ্ঠিত ক্রিকেট লিগে খেলার মধ্য দিয়ে তার ক্রিকেট ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। দুরন্ত সুইংয়ের পাশাপাশি চমৎকার গতি ও লাইন-লেন্থ তার দিকে নজর দিতে বাধ্য করে।
এরপর বিহারের অনূর্ধ্ব ১৯ টিমে সুযোগ পেয়ে যান। সেখানে পারফর্ম করে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সুযোগ পান। ২০২২ সালে মুস্তাক আলি ট্রফিতে বিহারের হয়ে খেলার সুযোগ পান সাকিব। গুজরাটের বিপক্ষে ২০ রান দিয়ে নেন ৪ উইকেট।
এবারের রঞ্জি ট্রফিতে বিহারের হয়ে দারুণ পারফর্ম করেছেন সাকিব হুসাইন। পাঞ্জাবের বিপক্ষে ১১৪ রানে নিয়েছেন ৪ উইকেট। ২০২৩ সালের আইপিএলে চেন্নাইয়ের নেটে বল করেছেন। সর্বশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। আশা করা যাচ্ছে এবারের আইপিএলে ফ্র্যাঞ্চাইজিদের নজর কাড়বেন।