আইপিএল ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটারের খেতাব হারিয়েছেন মিচেল স্টার্ক। এর একটু পরই নিলামে বড় দরপতনেরও সাক্ষী হতে হয়েছে তাকে।
গত বছর ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদে গিয়েছিলেন এই অজি পেসার। আইপিএল ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বেশি দামে কোনো ক্রিকেটারের দলবদলের রেকর্ড।
রোববার (২৪ নভেম্বর) তার সে রেকর্ড ভেঙে দিয়েছেন শ্রেয়াস। গত আসরে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল জেতানো অধিনায়ককে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে পাঞ্জাব কিংস। পরে অবশ্য সে রেকর্ড শ্রেয়াসের কাছেও টেকেনি। ২৭ কোটি রুপিতে লখনউয়ে যোগ দিয়ে ওই রেকর্ড ছিনিয়ে নিয়েছেন রিশাভ পান্ত।
এদিকে রেকর্ড হারানোর কিছু সময় পর স্টার্ককে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। তবে এবার আর আকাশছোঁয়া পারিশ্রমিক পাচ্ছেন না। তাকে ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি। এর ফলে গতবারের চেয়ে ১৩ কোটি রুপি দরপতন হয়েছে তার।