বিনোদন জগতের জনপ্রিয় ছোটপর্দার অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়। এ মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কিন্তু তাই বলে বিয়ে হবে না— এমন তো হতে পারে না। শুটিংয়ের ফাঁকেই ছুটি নিয়ে নিলেন হৃত্বিক। আর শুভ কাজ সেরে নিলেন এ অভিনেতা।
এটি পর্দায় নয়, বাস্তবে বিয়ে সারলেন ছোটপর্দার অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায়। বিয়ে করলেন প্রেমিকা মডেল দিশা দাসকে। তাদের প্রেমের খবর প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন।
‘আনন্দী’ ধারাবাহিকের অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে তাদের বিয়ের আগের একটি ছবি শেয়ার করে নিয়েছেন। সেখানেই ছবির ক্যাপশনে হৃত্বিক লিখেছেন— আইবুড়ো ভাত’-এর শেষ দিন।
সবিস্তার জানতে যোগাযোগ করে আনন্দবাজার। ধারাবাহিকের অভিনেতা তখনো শুটিং করছেন, তা হলে বিয়ে সারলেন কখন? এমন প্রশ্ন শুনে হৃত্বিক বলেন, আইনি বিয়ে সেরেছি সোমবার। মাত্র ঘণ্টা দুয়েক সময় লেগেছে। মঙ্গলবার থেকে আমি আবার কাজের মেজাজে।
দুই বাড়ি এক হয়ে এ আয়োজন করেছে। বিশেষ দিনে হৃত্বিকের সাজও ছিল বিশেষ। ঘিয়ে পাঞ্জাবি আর পাজামা বেছে নিয়েছিলেন তিনি। দিশা লাল শাড়িতে ঝলমলে। অনুষ্ঠানিক বিয়ে পরে। দিশার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন হৃত্বিক।
বিয়ের পর স্বামীর মতো দিশাও কি ছোটপর্দায় আসবেন? এমন প্রশ্নের উত্তরে মৃদু হেসে অভিনেতা বললেন, এখনো কিছুই ঠিক করিনি আমরা ।