সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন

বিব্রতকর হারে সিরিজ খোয়াল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

টি-টোয়েন্টিতে আইরিশদের সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা দৃশ্যমান হলো। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে তবু কিছুটা লড়াই করতে পেরেছিলেন নিগার সুলতানা জ্যোতিরা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তো ন্যূনতম প্রতিরোধও গড়তে পারেনি স্বাগতিকরা। ৪৭ রানের হারে সিরিজে এখন ০-২ ব্যবধানে পিছিয়ে বাংলাদেশ।

সিলেট স্টেডিয়ামে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। ব্যাট হাতে শুরু থেকেই টি-টোয়েন্টি ছন্দে খেলে সফরকারীরা। ওপেনার অ্যামি হান্টার এক হালি চারে করেন ২৩ রান। তিনে নেমে তিন চার এবং এক ছক্কায় ৩২ রান আসে ওরলা প্রেন্ডেরগাস্টের ব্যাটে।

তবে আইরিশদের একশ ছাড়ানো সংগ্রহ পেতে কার্যকরী ভূমিকা রাখেন লরা ডেলানি। ফাহিমা খাতুনের বলে ১৯তম ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে দলীয় সর্বোচ্চ ৩৫ রান।

বাংলাদেশের পক্ষে সেরা বোলিং করেন স্পিনার নাহিদা আক্তার। ৪ ওভারের কোটা পূর্ণ করে ২০ রান খরচায় ২ উইকেট নেন তিনি। একটি করে উইকেট যায় জাহানারা আলম, জান্নাতুল ফেরদৌস ও ফাহিমা খাতুনের ঝুলিতে।

১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাড়গোড় বেরিয়ে আসে বাংলাদেশের ব্যাটিং লাইনআপের। ১১ ব্যাটারের মোটে তিনজন দুই অঙ্কের দেখা পান। এর মধ্যে সর্বোচ্চ ৩৮ রান করেন শারমিন আক্তার।

১৩ রানে তিন উইকেট শিকার করে বাংলাদেশকে ব্যাকফুটে ঠেলে দেন প্রেন্ডেরগাস্ট। দুটি করে উইকেট নেন আরলেন কেলি ও ডেলানি।

হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচতে আগামী ৯ ডিসেম্বর সিরিজের শেষ ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ