পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছিলেন এক তরুণী। সোমবার (৯ ডিসেম্বর) এ অভিযোগের ওপর শুনানি হয়েছে লাহোর হাইকোর্টে।
অভিযোগটিকে মামলা হিসেবে গ্রহণের বিষয়টিকে আগে স্থগিত রাখা হয়েছিল। বিচারক ওয়াহিদ খান আজ সে স্থগিতাদেশ বহাল রেখেছেন।
এছাড়া বাবরের বিরুদ্ধে অভিযোগ করা তরুণীকে আগামী ১২ ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বাবর আজমের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের অনুমতি দিয়েছিল ট্রায়াল আদালত। হাইকোর্টে সে আদেশ চ্যালেঞ্জ করেছিলেন বাবরের আইনজীবী হারিস আজমত।
আগামী ১২ ডিসেম্বর এই অভিযোগের পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে পাকিস্তান দলের সঙ্গে মাঠে সামনে ব্যস্ত সময় কাটবে বাবর আজমের। জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম পেলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ফরম্যাটেই দলে রাখা হয়েছে তাকে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ।