সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:১৪ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নের কথা বললেন নেইমার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২ প্রদর্শন করেছেন

চোটের কারণে লম্বা সময় ধরেই ব্রাজিলের জার্সিতে খেলতে পারছেন না নেইমার। মিস করেছেন ১৪টি ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ধুকছে তার দল ব্রাজিল। এই অবস্থায় আগামী ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার কী ভাবছেন। তিনি থাকবেন তো সেখানে। এসব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের রেকর্ড গোলদাতা।

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। যেখানে ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার স্বপ্নের কথা জানিয়েছেন নেইমার। তবে আপাতত মনোযোগটা ক্লাব আল হিলালকে সাফল্য এনে দেওয়াতেই স্থির রেখেছেন এই তারকা।

নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল ফিরেছি। নিজের পর্যায়ে ফিরতে ও কেন এখানে আছি, তা বোঝাতে এখনো হাতে সময় আছে। আমার অগ্রাধিকার হলো—ভালোভাবে সেরে ওঠা। শারীরিক সক্ষমতা বাড়িয়ে আবারও খেলা শুরু করা। আল হিলালের হয়ে আমি ২০২৫ ক্লাব বিশ্বকাপ খেলতে চাই। কারণ, ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ।’

ব্রাজিলের জার্সিতে নেইমারই এখন সর্বোচ্চ গোলদাতা। গত বছরে সেপ্টেম্বরে কিংবদন্তি পেলেকে (৯২ ম্যাচে ৭৭ গোল) পেছনে ফেলেন নেইমার (১২৮ ম্যাচে ৭৯)। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, শৈশবে সেই ছোট্ট নেইমারটি এমন স্বপ্ন দেখেছিল কি না।

নেইমারের উত্তর, ‘শৈশবে যত স্বপ্ন দেখেছি, সব ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছি। ছোটবেলায় সান্তোস ও ব্রাজিলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে আরও বেশি দিয়েছেন। ক্যারিয়ার নিয়ে আমি খুশি, অনেক বড় বড় ক্লাবে খেলেছি। আর এখন ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতা। এই অর্জনে আমি খুব খুশি।’ নেইমার এরপর বলেছেন, ‘আমার সন্তানেরা জানবে, আমার দেশের ইতিহাসে আমি গুরুত্বপূর্ণ ছিলাম।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ