রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৮:৪৯ পূর্বাহ্ন

মিরাজের গাড়ি আটকালেন বিক্ষুব্ধ দর্শকরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৪ প্রদর্শন করেছেন

বিপিএলের ১১তম আসর শুরুর আগমুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা গেল মিরপুর স্টেডিয়াম পাড়ায়। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের গেটে ভাঙচুর চালিয়েছেন। এ সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বিক্ষোভরত দর্শকদের বাধার মুখে পড়েন। তার ব্যক্তিগত গাড়ি আটকে দেন বিক্ষুব্ধরা।

 

ক্ষমতার পালাবদলের পর নতুন নেতৃত্ব এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বোর্ড সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বাধীন নতুন কমিটির প্রথম বড় টুর্নামেন্ট বলতে গেলে বিপিএল। দেশের ঘরোয়া ক্রিকেটের বড় এই টুর্নামেন্টে নতুনত্ব আনার আশ্বাস দিয়ে আসছিলেন কর্ত্যাব্যক্তিরা। তবে শুরুতেই অব্যবস্থাপনার চিত্র দেখা গেল।

 

টুর্নামেন্ট শুরুর দিন দুয়েক আগেও বিপিএলের টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। পরে গতকাল মিরপুরে জমায়েত হয়ে বিক্ষোভ করেন কিছু সমর্থক। পরে সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেও বেশ কয়েক জায়গায় টিকিট নিয়ে হট্টগোলের খবর পাওয়া গেছে।

 

আজ সোমবার উদ্বোধনী ম্যাচ মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালিয়েছে। জানা গেছে, বেলা ১১টা নাগাদ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে অবস্থান নেন দর্শকরা।

 

এক পর্যায়ে কিছু দর্শক ব্যানার ফেস্টুন ভাঙা শুরু করেন, মুহূর্তেই পরিস্থিতি ভয়ঙ্কর রূপ নেয়। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শের-ই-বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালান বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলেন তারা।

 

এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টায় পরিস্থিতি  নিয়ন্ত্রণে আসে। বিপিএল শুরুর আগে এমন পরিস্থিতি স্বাভাবিকভাবে ভালো বার্তা বহন করছে না। আজ দুপুর দেড়টায় বিপিএলের প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ