বিয়ের দুই বছর পর প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন ভারতীয় টপঅর্ডার ব্যাটসম্যান লোকেশ রাহুল। স্ত্রী আথিয়া শেঠির অন্তঃসত্ত্বা ছবি প্রকাশ করে সন্তানের আগমনের বার্তা দিলেন তারকা এই জুটি।
সম্প্রতি অস্ট্রেলিয়া সফরের কিছু ছবি শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়ায়, যার মধ্যে একটিতে দেখা যায় গর্ভবতী স্ত্রীর দিকে তাকিয়ে আছেন রাহুল।
একটি ছবিতে দেখা যায় সুনীল কন্যার হাতে কফির কাপ, হাফ হাতা সোয়েটার, সাদা রঙের টপ ও ডেনিম। ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে আথিয়ার বেবিবাম্প। রাহুলকে পরম মমতায় আথিয়ার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।
এই ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়ে যায়। একজন লিখলেন, ‘ও সুইটি! দুজনেই খুব মিষ্টি’। আরেকজন লেখেন, ‘সুখবরের অপেক্ষায় ওরাও, আমরাও’। তৃতীয়জনের মন্তব্য, ‘অনেক ভালোবাসা ওদের জন্য। সুন্দর হৃদয়ের দুটো মানুষ।’
গত বছর নভেম্বরে আথিয়া ও লোকেশ রাহুল তাদের ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের জন্য সন্তান আসার সুসংবাদ জানান। ইনস্টাগ্রামে আথিয়া ও লোকেশ রাহুল যৌথভাবে তাদের ব্যক্তিগত জীবনের আপডেট শেয়ার করেন একটি চিরকুটে। যেখানে লেখা ছিল, ‘আমাদের সুন্দর আশীর্বাদ শীঘ্রই আসছে।’
২০১৯ সালের জানুয়ারিতে লোকেশ রাহুলের সঙ্গে দেখা হয় আথিয়ার। তারপর থেকেই দুজনে শুরু করে দেন ডেটিং। বেশ কয়েক বছর ডেটিংয়ের পর ২০২৩ সালে লোকেশ রাহুলকে বিয়ে করেন আথিয়া।