সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

বিশ্বকাপে খেলতে জ্যোতিদের সামনে যে পথ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯ প্রদর্শন করেছেন

ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সহজ সমীকরণ ছিল বাংলাদেশের। তিন ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হতো কমপক্ষে দুটিতে। নিগার সুলতানা জ্যোতিরা ব্যর্থ হয়েছেন। আরেকটি সিরিজ হারের দিনে স্বপ্নভঙ্গ হয়েছে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করারও। তবে এখনও পথ খোলা।

এ বছর ভারতের মাটিতে বসা মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে প্লে অফ বাধা কাটিয়ে আসতে হবে বাংলাদেশকে। জ্যোতিদের সামনে সেই পথও বেশ কঠিন। চ্যাম্পিয়নশিপের টেবিলের বিচারে র‌্যাংকিংয়ের শুরুর ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাকি দুটি আসবে বাছাইপর্ব সেরে।

বাংলাদেশ যদি ওয়েস্ট ইন্ডিজকে আজ সেন্ট কিটসে হারাতে পারত, তাহলে বাছাইপর্ব খেলা লাগত নিউজিল্যান্ডের মেয়েদের। কিন্তু জিতলেই সরাসরি বিশ্বকাপের টিকিট— অমন সমীকরণের ম্যাচে মুখ থুবড়ে পড়েছে জ্যোতিদের ব্যাটিং। হারটাও এসেছে ৮ উইকেটের বড় ব্যবধানে। টাইগ্রেসদের হারে কপাল খুলেছে কিউই মেয়েদের। তারা পেয়েছে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট।

নিউজিল্যান্ড যোগ দিয়েছে, স্বাগতিক ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রী লঙ্কার সঙ্গে। আট দলের আসরে বাকি দুটি দল আসবে ছয় দলের মাঝ থেকে। সেখানে দুটি টিকিটের জন্য লড়বে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, থাইল্যান্ড ও স্কটল্যান্ড।

এ বছরের আগস্টে শুরু হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। সেপ্টেম্বরের শেষদিকে নামবে পর্দা। এখনও টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হয়নি। কোয়ালিফায়ার ম্যাচগুলো কখন কোথায় হবে তাও জানায়নি আইসিসি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ