রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪৫ অপরাহ্ন

‘আমরা দেখিয়ে দেব’ – বললেন সেই দুর্বার রাজশাহীর কর্তা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৩২ প্রদর্শন করেছেন

টাকাপয়সাজনিত সমস্যার কারণে এবারের বিপিএলের সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুর্বার রাজশাহীকে নিয়ে। পাওনা অর্থ না পেয়ে খেলোয়াড়রা অনুশীলন করেননি, এরপর বিদেশীরা এক ম্যাচে মাঠেই আসেননি। বেরিয়ে এসেছে দলটির হোটেল বিল না দেওয়ার ঘটনাও। সব মিলিয়ে দলটা মাঠের বাইরে নানা সমস্যায় জেরবার।

তার ছাপ শেষ কিছু দিনে মাঠে পড়ছে না আদৌ। তাসকিন আহমেদকে অধিনায়ক করে টানা তিন ম্যাচে জয় পেয়েছে রাজশাহী। সবশেষ সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে চলে গেছে শেষ চারের দুয়ারে।

মাঠের বাইরে সমালোচনার ঝড় উঠলেও মাঠে দলের জয় আসছে, বিষয়টা দারুণ আনন্দ দিয়েছে দুর্বার রাজশাহীর ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান। এবার তিনি জানালেন, তার দল ‘দেখিয়ে দেবে’।

তার কথা, ‘আমাদের মাথাতেই ছিল যে আমরা (শেষ চারে) যাব। মানুষ অনেক কথা বলেছে, তবে আমরা বদ্ধপরিকর ছিলাম। আমরা দেখিয়ে দেব। বিদেশি খেলোয়াড়দের সঙ্গে এক ভুল–বোঝাবুঝি হয়েছিল, তবে আমাদের ছেলেরা তো আছেই।’

টানা তিন জয়ের পর শফিকুর রহমান জানালেন, তার দলের সবাইকে বোনাসও নিয়মিত দেওয়া হয়। তিনি বলেন, ‘আমরা সব সময় বোনাস দিই, ঘোষণা শুনবেন।’

রাজশাহী শুরুতে ৯ ম্যাচ থেকে জিতেছিল মোটে ৩টিতে। তবে শেষ দিকে জয়ের হ্যাটট্রিক করে দলটা চলে এসেছে প্লে অফের খুব কাছে। অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসলেই শেষ চারে চলে যাবে দলটা।

দলটা এমন কীর্তি গড়েছে তাসকিনের অধীনে। অধিনায়কের প্রশংসা করে শফিকুর বলেন, ‘অধিনায়ক হিসেবে তাসকিন পারফেক্ট। আমরা তো এই পরিকল্পনা করেই করেছিলাম। অর্ধেক করবে (একজন), এক জায়গায় যাব, আরেকজন অর্ধেক করে শেষ করবে। সবার সঙ্গে কথা বলেই ক্যাপ্টেনসি পরিবর্তন করেছিলাম। কী করলে ভালো হয়। আমরা করেছি এবং সফলও হয়েছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ