বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন

পাকিস্তানে বাজল ভারতের জাতীয় সংগীত, ক্ষুব্ধ পিসিবি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪ প্রদর্শন করেছেন

ভারতের কারণেই নিজেদের মাটিতে এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে পারেনি পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। এমনকি পাকিস্তানে ফটোসেশন করতেও যায়নি রোহিত শর্মা। অথচ, সেই পাকিস্তানেই কিনা এবার বেজেছে ভারতের জাতীয় সংগীত। তাও অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে। আইসিসির এমন কাণ্ডে ক্ষুব্ধ পিসিবি। আইসিসির কাছে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে তারা।

শনিবার লাহোরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচ শুরুর আগে জাতীয় সংগীত পর্বের জন্য দাঁড়িয়েছিল দুদলের ক্রিকেটাররা। আর তখনই ঘটে ঘটনাটা। ইংল্যান্ডের জাতীয় সংগীত ঠিকভাবে বাজানো হলেও পরে অস্ট্রেলিয়ার সময় হঠাৎ বেজে ওঠে ভারতের জাতীয় সংগীত। তাতে উপস্থিত দর্শক-সমর্থকরা বিস্মিত হয়। কিছুক্ষণ বাজানোর পর থামানো হয় ওই সংগীত। পরে অস্ট্রেলিয়ার সংগীত বাজানো হয়।

এই ঘটনায় আইসিসিকে দোষী সাব্যস্ত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাশাপাশি তারা আইসিসির কাছে এর ব্যাখ্যাও চেয়েছে।

বিষয়টি নিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যমগুলো বলছে, ‘এই ঘটনায় আইসিসির উচিত ব্যাখ্যা দেওয়া ও বিষয়টি পরিষ্কার করা। যেহেতু চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের লোক জাতীয় সংগীত নির্ধারণ ও বাজানোর দায়িত্বে রয়েছে। যেহেতু ভারত পাকিস্তানের মাটিতে খেলছে না সেহেতু কিভাবে তাদের জাতীয় সংগীত বাজানো হয়! এটা মেনে নেওয়া কঠিন। ভুলক্রমে হলেও তারা এটা বুঝতে ও মানতে পারছে না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ