বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৮:৪১ অপরাহ্ন

সৌদির বিমানে উঠলেন জামালরা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ৭ প্রদর্শন করেছেন

আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইপর্বে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সে ম্যাচকে সামনে রেখে নিবিড় অনুশীলনের জন্য ৩৮ সদস্যের দল নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল।

২৫ মার্চের এই ম্যাচকে সামনে রেখে সৌদি আরবে ১১ দিন অনুশীলন করবে বাংলাদেশ। সেখানে জামাল ভূঁইয়ারা খেলবেন তিনটি প্রস্তুতি ম্যাচও।

এই বহরে ২৮ জন ফুটবলার ও ১০ জন কর্মকর্তা আছেন যার মধ্যে কোচিং স্টাফরাও অন্তর্ভুক্ত। ক্যাম্পের অংশ হিসেবে বাংলাদেশ দল সুদানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যা মার্চের ৮ বা ৯ তারিখে অনুষ্ঠিত হতে পারে। বাকি দুটি ম্যাচের সূচি এখনও চূড়ান্ত হয়নি, তবে ধারণা করা হচ্ছে, সৌদি আরবের তাইফ শহরের একটি দ্বিতীয় বিভাগীয় দল এবং একটি সুপার কাপ ক্লাবের বিপক্ষে বাংলাদেশ দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

এই দলে অবশ্য স্কোয়াডের সবাইকে পাননি কোচ কাবরেরা। ইতালিতে অবস্থানরত ফুটবলার ফাহেমদুল ইসলাম আগামী ১০ মার্চ ক্যাম্পে যোগ দেবেন।

১৭ মার্চ দল দেশে ফিরে আসবে এবং ১৮ মার্চ শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দেবেন। ১৯ মার্চ তিনি লাল-সবুজ দলের সঙ্গে একটি অনুশীলন সেশনেও অংশ নেবেন।

এরপর ২০ মার্চ বাংলাদেশ দল ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে। যেখানে তারা এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ