বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৪:১১ অপরাহ্ন

বিশ্ব ক্রিকেটে আরও ৮ বছর চলবে ভারতের রাজত্ব: কোহলি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। এ নিয়ে দুবছরের ব্যবধানে দুটি আইসিসি শিরোপা ঘরে তুলেছে ভারত। আর সবশেষ আইসিসি ইভেন্টের চারটিতেই ফাইনাল খেলেছে রোহিত শর্মার দল। অর্থাৎ বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট স্পষ্ট।

এই অবস্থায় ক্রিকেট থেকে বিদায়ের পথে ভারতের সিনিয়র ক্রিকেটাররা। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, রোহিত-কোহলি-জাদেজাদের বিদায়ের পরও কি বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে পারবে ভারত? এমন প্রশ্ন যখন উঠেছে তখন বিরাট কোহলি জানিয়েছেন, বিশ্ব ক্রিকেটে অন্তত আরও ৮ বছর রাজত্ব চালাবে ভারত।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে নিয়ে এর ভাগ সবাইকে দিলেন কোহলি, ‘শিরোপা জয়ের জন্য সবাইকেই বিভিন্ন ম্যাচে এগিয়ে আসতে হয়। আমরা পেরেছি বলেই এই টুর্নামেন্ট জিততে পেরেছি। ছেলেরা প্রভাববিস্তার করেছে। ম্যাচে ছাপ রাখার মতো সব স্পেল করেছে… এরকম সম্মিলিত পারফরম্যান্সই শিরোপা এনে দেয়। আমি খুবই খুশি যে, আমরা একতাবদ্ধ হয়ে খেলতে পেরেছি। দল হিসেবে অসাধারণ সময় কেটেছে আমাদের! খুবই দারুণ একটি টুর্নামেন্ট কাটল।’

বিশ্ব ক্রিকেটে ভারতের দাপট নিয়ে কোহলি বলেন, ‘সবাই চায়, ছেড়ে যাওয়ার সময় দলকে আরও ভালো জায়গায় রেখে যেতে। আমার মনে হয়, এমন একটি স্কোয়াড আমাদের আছে, আগামী আট বছর গোটা বিশ্বকে আমরা দেখিয়ে দিতে পারি। শুভমান অসাধারণ করছে, শ্রেয়াস দারুণ, কেএল (রাহুল) ম্যাচ শেষ করছে নিয়মিত এবং হার্দিকও দুর্দান্ত করছে। ওরা চেষ্টা করছে খেলাটাকে আরও এগিয়ে নিতে এবং ওদেরকে সহায়তা করতে পেরে, অভিজ্ঞতা ভাগাভাগি করতে পেরে আমরা (অভিজ্ঞরা) খুশি এবং এটিই ভারতীয় দলকে শক্তিশালী করে তুলেছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ