যুক্তরাজ্য ট্রাম্পের নানাবাড়ি
যুক্তরাজ্যের সঙ্গে ট্রাম্পের নাড়ির সম্পর্ক। স্কটল্যান্ডের লুইস দ্বীপ তার নানাবাড়ি। ট্রাম্পের মা ম্যারি অ্যান ম্যাকলিওড ছিলেন স্কটিশ। ১৯৩০ সালে ১৮ বছর বয়সে যুক্তরাষ্ট্রে চলে আসেন। কিন্তু জীবনভর তিনি লুইস দ্বীপের স্থানীয় উচ্চারণ (গ্যালিক ভাষা) ধরে রাখতেন এবং নিয়মিত সেখানে যেতেন। ব্যবসায়িক দিক থেকেও রয়েছে গভীর সম্পর্ক। তিনি অতীতে যুক্তরাজ্যকে ‘আমার এবং আমাদের দেশের জন্য খুব…