কোপা আমিরকা শুরু হতে এখনো ৬ মাসের বেশি সময় বাকি। তবে তার আগেই আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি ফাঁস হয়েছে।এই জার্সিতে রঙের কিছু পরিবর্তন আনা হয়েছে, বদলেছে হাতার ওপরের দিকের স্ট্রাইপ এবং ফেডারেশনের লোগোর (শিল্ড) রঙ। যেখানে কাতারের বিশ্বকাপ জার্সির চেয়ে কয়েকটি পরিবর্তন দেখা যায় নতুন এই জার্সিতে। যেখানে জার্সির সামনের দিকে তিনটি আকাশী-নীল এবং চারটি সাদা রঙের ঘাঢ় লম্বালম্বি রেখা রয়েছে।এছাড়া এএফএ’র লোগোর পুরোটা সোনালী রঙে ঢেকে গেছে, ফেডারেশনের নামে কালোর পরিবর্তে অঙ্কিত হয়েছে সাদা রঙে। এর আগে লোগোর ওপরের দিকে আর্জেন্টিনার পতাকার রঙ থাকলেও, এবার সেটি থাকছে না। যদিও বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ ও পরবর্তী আসরের বাছাইপর্বের ম্যাচেও তারা তিন তারকা জার্সি পরে খেলে আসছেন।এদিকে নতুন জার্সিতে তিন তারকার অবস্থানেও কিছুটা বদল এসেছে। ডিজাইনের সঙ্গে ভারসাম্য রেখে প্রায় সমান উচ্চতার পিরামিড আকারে তারকাগুলো বসানো থাকবে এবারের জার্সিতে। তবে এই জার্সিতে বুক বরাবর ফিফা বিশ্বকাপের শিল্ড ব্যবহার করা হয়নি। যার পেছনে বহাল রয়েছে উজ্জ্বল সূর্যের প্রতীক। যুক্তরাষ্ট্রের আয়োজনে ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপপর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে-অফ পেরিয়ে আসা একটি দল। কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৬ জুলাই। সেমিফাইনাল ৯ ও ১০ জুলাই। ১৩ জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর ফাইনাল হবে ১৪ জুলাই।