ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ খেলায় মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি ও নাভিন উল হককে ২ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।সিদ্ধান্ত থেকে এখন সরে এসেছে বোর্ড।
তাদের চূড়ান্ত সতর্কবার্তা ও মাসিক আয় কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তি দিয়েছে এসিবি, সঙ্গে দেয়া হয়েছে কয়েকটি শর্ত।
এই ৩ ক্রিকেটারের প্রত্যেককে লিখিতভাবে চূড়ান্ত সতর্কবার্তা পাঠানো হবে এবং মাসিক আয় বা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটা হয়। জাতীয় দায়িত্ব ও এসিবির লাভের কথা মাথায় রেখে পরবর্তী সময়ে খেলোয়াড়দের অনাপত্তিপত্র দেয়ার বিষয়টি কঠিনভাবে বিবেচনা করা হবে। এরপর পারফরম্যান্স ও শৃঙ্খলা বিষয়ে পর্যবেক্ষণ করে এসিবি এই খেলোয়াড়দের কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করার কথা ভাবতে পারে। এসব শর্তের কথা এসিবি বিবৃতিতে উল্লেখ করেছে।