ক্যান্সারে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সেই পরপারে পাড়িচলে গেলেন কিংবদন্তি সংগীতজ্ঞ ওস্তাদ রশিদ খান । শেষ সংবাদ পাওয়া পর্যন্ত কলকাতার পিয়ারলেস হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। জানা গেছে, মঙ্গলবার বিকালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই সুরের জাদুকর।তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।আগামীকাল অর্থাৎ বুধবার সকাল ৯টা নাগাদ রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। সেখানে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে শিল্পীকে। তার পর সেখান থেকে শিল্পীকে নিয়ে যাওয়া হবে নাকতলায় তাঁর বাসভবনে। সেখান থেকেই টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে শিল্পীর।