আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দিয়ে ক্রিকেটে ফেরার লক্ষ্যে আজ নেটে ব্যাটিং অনুশীলনকালে ইনজুরিতে পড়েছেন ওপেনার তামিম ইকবাল।মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরের নেটে ব্যাট করার সময় তাসকিন আহমেদের একটি ডেলিভারিতে বাম তর্জনীতে ব্যথা পান তামিম। ইনজুরির পর নেট থেকে বেরিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তিনি। এরপর আঙুলে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় ইনডোর ছাড়তে দেখা যায় তামিমকে। যা বিপিএলে তার অংশ নেয়াটা অনিশ্চিয়তার মুখে ফেলেছে। এখন পর্যন্ত তামিমের ইনজুরির বিষয়ে কোন আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।আগামী ২০ জানুয়ারি ক্রিকেটে ফিরবেন তামিম। ওই দিন বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সে বিপক্ষে খেলতে নামবে তামিমের দল ফরচুন বরিশাল। তবে বিপিএলের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নিতে চান তামিম।