সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন

মৌসুমী-রানার বিয়ে আজ

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৬ প্রদর্শন করেছেন

আজ লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে অভিনেত্রী মৌসুমী হামিদের বিয়ে।মৌসুমী হামিদ বলেন, রানার সঙ্গে আমার দুই বছরের পরিচয়। এরপর আমরা বিয়ের সিদ্ধান্ত নিই। দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা হচ্ছে।তার হবু বর আবু সাইয়িদ রানা লেখালেখি ও নির্মাণ কাজের সঙ্গে জড়িত। মৌসুমী তার লেখা গল্পে অভিনয় করেছেন। এসব কাজের মধ্যে রূপকথা নয় ও গুটি উল্লেখযোগ্য।

মৌসুমী হামিদ বলেন, উচ্চতায় রানা আমার চেয়ে আধা ইঞ্চি কম। এটা আমার কাছে মোটেও ম্যাটার করেনি। রানার ফিজিক্যাল হাইটের চেয়ে মেন্টাল হাইট অনেক বেশি। তাই শারীরিক হাইটের দিকে একেবারে নজর দিইনি। তার মনমানসিকতা আমাকে তার প্রতি ভালোবাসা ও মায়ার বন্ধনে জড়িয়েছে। নির্ভরতার একজন মনে হয়েছে। মনে হয়েছে, এমন একজনকে নিয়ে জীবনের সুন্দর আগামীর পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখা যায়।

গত বছরের ১৮ আগস্ট মুক্তি পায় মৌসুমী হামিদ অভিনীত সিনেমা ‘১৯৭১ সেই সব দিন’। এটি নির্মাণ করেছেন অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক। এছাড়া মৌসুমী হামিদ অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সিনেমা দুটি হচ্ছে সোহেল রানা বয়াতি পরিচালিত ‘নয়া মানুষ’ ও হাবিবুল ইসলাম হাবিবের ‘যাপিত জীবন’।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ