সাধারণ নির্বাচনের আগে আবারও মাঠে নেমেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। গত বছর শেষ হওয়া ভারত জোড়ো যাত্রা নামে দীর্ঘ কর্মসূচির পর এবার ৬৭ দিনের আরেকটি যাত্রা শুরু করেছে দলটি। সরকারের সমালোচনা করতে ও নিজেদের জনপ্রিয়তা বাড়াতে এবারের যাত্রা ১৫টি রাজ্য ও ১১৫টি জেলা দিয়ে ৬ হাজার ৬০০ কিলোমিটার অতিক্রম করবে।তকাল কর্মসূচির প্রথম দিন যাত্রার উদ্বোধন করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি রাহুলের হাতে জাতীয় পতাকা তুলে দেন। ভাষণে খাড়গে বলেন, দেশে একটি স্বৈরাচারী শক্তির উত্থান ঘটেছে। এ পরিস্থিতি মোকাবিলায় সংবিধান বাঁচাতে কংগ্রেসের এই অভিযান।
রাহুল গতকাল যাত্রার প্রথম দিনে ১০ কিলোমিটার হেঁটেছেন। ৬৭ দিনের মাথার মুম্বাই পৌঁছাবেন রাহুল। তবে বেশির ভাগ অংশই যাবেন বাসে।