ইউরোপ, অস্ট্রেলিয়া ট্যুরসহ বেশ কিছু দেশে শো করছে আর্টসেল । এ বছরও দেশের বাইরে আর্টসেলের কনসার্ট রয়েছে যার শুরু হবে উত্তর আমেরিকার দেশ কানাডা থেকে।গেল বছরও কানাডায় শো করে দেশের জনপ্রিয় এই রক ব্যান্ড। সেখানকার ম্যাপলিউড নেইবোরকেয়ার প্রেজেন্ট লাইভ ইন টরন্টো কনসার্টে গেল ১১ নভেম্বর পারফর্ম করেন লিংকন-ফয়সালরা। এ বছর আবারও কানাডা মাতাতে আমন্ত্রণ জানানো হয়েছে তাদের। ৪ ও ৫ মে কানাডার টরন্টোয় প্রবাসী বাংলাদেশিদের জন্য পারফর্ম করবেন তারা। লাইভ ইন টরন্টো শিরোনামের কনসার্টে আর্টসেল ছাড়া আরও পারফর্ম করবে প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে বেশ কিছু ব্যান্ড এ ছাড়া নৃত্যানুষ্ঠানসহ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হবে।কনসার্টের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে অ্যার্লি বার্ড ৪৯.২৬ ডলার, ভিআইপি অ্যার্লি বার্ড ৭৫.৮৮ ডলার, ভিআইপি প্লাস মিট দ্য ব্যান্ড ১০৭.৮৩ কানাডিয়ান ডলার। আগত দর্শকের জন্য বেশ কিছু উপহারসহ নানা সারপ্রাইজ রাখা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।