ইসলামী জীবনযাপনের জন্য মিউজিক ইন্ডাস্ট্রিকে বিদায় জানানো পাকিস্তানের মরহুম সঙ্গীতশিল্পী জুনায়েদ জামশেদের ছেলে সাইফুল্লাহ বিয়ে করেছেন।
ফটো এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে সাইফুল্লাহ জুনায়েদ তার বিয়ের কিছু সুন্দর ছবি পোস্ট করে বিষটি নিশ্চিত করেন।শেয়ার করা ছবিগুলোতে সাইফুল্লাহকে তার স্বজনদের উপস্থিতিতে কাবিননামায় সই করতে দেখা যায়। এ সময় তিনি সাদা সেলোয়ার-কামিজের সাথে একটি হালকা গোলাপী কোট পরিহিত ছিলেন।প্রকাশিত ওই ছবিতে সাইফুল্লাহর ভাই বাবর জুনায়েদও উপস্থিত ছিলেন, যাকে তার ভাইয়ের জীবনের সবচেয়ে বিশেষ দিনে তার পাশে দেখা গেছে।শেয়ার করা ছবিগুলোর ক্যাপশনে পবিত্র কোরআনের একটি আয়াতের অনুবাদ অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে। আয়াতের বাংলা অর্থ এরকম- ‘আর আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।’