গত ২০ জানুয়ারি নতুন পরিচয়ে হাজির হয়েছেন শাকিব খান। রিমার্ক নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অভিনেতা। এবার জানা গেল, প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তাঁর সাবেক স্ত্রী ও অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব যেদিন প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন সেদিনের অনুষ্ঠানেও হাজির ছিলেন অপু।‘কাল সকালে’ অভিনেত্রী অপু বলেন, ‘শাকিব খান যে প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নিয়েছেন সেই প্রতিষ্ঠানে চোখ বন্ধ করেই কাজ করা যায়। কারণ শাকিব অনেক বিচক্ষণ। ভেবে-চিন্তে সিদ্ধান্ত নেন। রিমার্ক বিশেষত একটি প্রসাধনী কম্পানি।সারা বিশ্বে তাদের পণ্য পাওয়া যাবে। এমন একটি কম্পানির শুভেচ্ছাদূত হতে পেরে ভালো লাগছে।অপু বিশ্বাসের ব্যবসায়ী পরিচয়কেও স্বাগত জানিয়েছেন শাকিব খান। এ প্রসঙ্গে ১২ জানুয়ারির ওই অনুষ্ঠানে সাংবাদিকদের অপু বলেন, ‘আমার ওপর শাকিবের আস্থা, ভরসা অনেক বেশি। ও জানে, আমি কিছু করতে চাইলে সেটা নিশ্চয়ই পারব। তা ছাড়া আমার সব ভালো কাজ আর সফলতার পেছনে শাকিবের দোয়া, ভালোবাসা, আশীর্বাদ থাকে। তাই তাঁর প্রতি আমি কৃতজ্ঞ।’