সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন

অসুস্থ ফারুকীকে নিয়ে তিশার বার্তা

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪২ প্রদর্শন করেছেন

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নন্দিত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তাৎক্ষণিকভাবে তাকে নেওয়া হয় হাসপাতালে। তাঁর স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ফেসবুকে জানিয়েছেন তার অসুস্থতার কথা। গত সোমবার মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দ্রুত এই নির্মাতাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা–নিরীক্ষা করার পর চিকিৎসক ফারুকীর স্ট্রোকের কথা জানান। ফারুকীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে রাখা হয়। এখনো তিনি আইসিইউতেই রয়েছেন। তিশা আজ জানান, ফারুকী এখন বিপদমুক্ত।তিশা আজ প্রথম আলোকে বলেন, ‘এখন তো কথা বলার মতো কোনো অবস্থায় নাই। এখনো সরয়ার আইসিইউতে আছে। আইসিইউতে থাকতে হবে। কত দিন থাকতে হবে আমি জানি না। চিকিৎসকেরা গতকাল ২৪ ঘণ্টা সময় নিয়েছিলেন, এর মধ্যে কোনো সমস্যা হয় কি না বোঝার জন্য। তিশা বলেন, ‘আপাতত ২৪ ঘণ্টা পার হয়ে গেছে। এখন আর নতুন করে কোনো সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা নাই। যে কারণে চিকিৎসকেরা বলতে পারছেন আউট অব ডেঞ্জার। এখন সময়, থেরাপি সবকিছু মিলিয়ে সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ। সবাই দোয়া করবেন।গতকাল মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হওয়ার খবর ছড়িয়ে বিনোদন অঙ্গনে তাঁদের শুভাকাঙ্ক্ষী, সহযাত্রী এবং দেশ-বিদেশে ছড়িয়ে থাকা তাঁদের ভক্ত ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। নাটক ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন ফেসবুক গ্রুপে দ্রুত ফারুকীর অসুস্থতার খবরটি ছড়িয়ে পড়ে। সবাই ফারুকীর দ্রুত সুস্থতা কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ