সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৬ অপরাহ্ন

ফের বড় পর্দায় একসঙ্গে মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৫ প্রদর্শন করেছেন

বিজয়ার পরে সিনেমায় মা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন মমতা শঙ্কর ও স্বস্তিকা মুখার্জি। ভারতীয় তরুণ পরিচালক অভিজিৎ শ্রীদাস নির্মিত সিনেমাটি আজ দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনাতয়নে দর্শকের সঙ্গে সিনেমাটি দেখবেন তাঁরা। সিনেমা শেষে দর্শকের মুখোমুখি হবেন পরিচালক অভিজিৎ শ্রীদাস, তিনি আজ ঢাকায় আসবেন।গতকাল রাতে ঢাকায় এসেছেন ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী মমতা শঙ্কর; দিন চারেক আগেই এসেছেন স্বস্তিকা।আত্মযন্ত্রণায় কাতর এক প্রবীণ দম্পতির গল্পে নির্মিত এই সিনেমায় মমতা শঙ্করের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন দীপঙ্কর দে। এতে মীর আফসার আলী, মিশকা হালিম, বিদীপ্তা চক্রবর্তী, ঋতব্রত মুখোপাধ্যায়, খেয়া চট্টোপাধ্যায়সহ আরও অনেকে রয়েছেন।ছবিটির ট্রেলারের শুরুতে দেখা গিয়েছিল দেবী দুর্গার চালচিত্রে ঠাকুরের পরিবারের কেউ নেই, আছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। অভিনেত্রীর কপাল জুড়ে রয়েছে সিঁদুর এবং তাঁকেই বরণ করা হচ্ছে। দৃশ্যটি প্রতিটি দর্শকের কাছেই রোমাঞ্চকর দৃশ্য। বাকি ট্রেলারে পরিচালক দর্শকদের একপ্রকার ধোঁয়াশাই রেখেছেন। দেখা গিয়েছে মমতা শঙ্কর সহ স্বস্তিকা মুখোপাধ্যায়কে। একটি ছোট অংশে এক ঝলক দেখা গিয়েছে দীপঙ্কর দেকে। গোটা ট্রেলার জুড়ে আছে রোমাঞ্চ। স্বস্তিকা মুখোপাধ্যায় নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় ছবিটির ট্রেলার পোস্ট করেন।পরিচালক অভিজিৎ শ্রীদাস ছবি প্রসঙ্গে নিউজ টাইমকে বলেন,’নিজেদের জীবনে জমে থাকা গল্প নিয়েই ছবি ‘বিজয়ার পরে’। এটি একধরনের অপেক্ষার গল্প। যে অপেক্ষা অনেক সময় প্রকাশ করা যায় আবার কখনো প্রকাশ করাও যায়না। পরিস্থিতি সঠিক রাখার জন্য অনেকসময় আমাদের লুকিয়ে রাখতে হয় প্রধান গল্প’।এর আগে সিনেমাটি ২৯তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে।জাতীয় জাদুঘর (বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন)বিকেল ৫টা: টোয়েন্টি টোয়েন্টি, উং কং হান, (সিঙ্গাপুর); সন্ধ্যা ৭টা: বিজয়ার পরে, অভিজিৎ শ্রীদাস (ভারত)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ