চ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত সফরে গিয়েছে ইংল্যান্ড।তার আগে আবুধাবিতে কিছুদিন অনুশীলন করেছে ইংলিশরা। সেখানে ছিলেন স্কোয়াডে থাকা লেগ স্পিনার শোয়েব বশিরও। তবে ভারতের ভিসা পেতে দেরি হওয়ায় দলের সঙ্গে আসতে পারেননি তিনি। ফিরে গেছেন ইংল্যান্ডে। প্রথম টেস্টে যে তার খেলা হচ্ছে না সেটি নিশ্চিত।ব্রিটিশ পাসপোর্টধারী হলেও পাকিস্তানের বংশোদ্ভূত হওয়ায় ভিসা পেতে দেরি হচ্ছে বশিরের। আগামীকাল বৃহস্পতিবার থেকে হায়দ্রাবাদে শুরু হচ্ছে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। শোয়েব এখনো ভিসা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে এটা হতাশার। … আমরা ডিসেম্বরের মাঝামাঝিতে স্কোয়াড ঘোষণা করেছি। আর বশির এখন সেখানে (ভারত) যেতে ভিসা পাচ্ছে না। তার জন্য আরও বেশি হতাশ আমি। ইংল্যান্ড দলে প্রথম সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কারও ক্ষেত্রেই কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’পাকিস্তানের ইসলামাবাদে জন্মগ্রহণ করেছিলেন তিনি। গত বিশ্বকাপে পাকিস্তান দলও ভিসা পেয়েছিল শেষ মুহূর্তে। স্টোকস নিজের হতাশা প্রকাশ করে আরও বলেন, ‘সে-ই (বশির) প্রথম ক্রিকেটার নয় যে এমন পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে এমন অনেক খেলোয়াড়ের সঙ্গে খেলেছি আমি। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনো পাইনি। বিশেষ করে সে একজন তরুণ ক্রিকেটার, তার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে