সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

বিদেশি সিনেমা, শুটিং ঢাকাতে

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৩ প্রদর্শন করেছেন

বহির্বিশ্বে খেলাধুলা নিয়ে সিরিজ কিংবা সিনেমা নতুন কিছু নয়। হলিউড, বলিউডে রাগবি, ক্রিকেট কিংবা হকি নিয়ে বিভিন্ন সিরিজ-সিনেমা নির্মিত হয়েছে। তবে এবার ক্রিকেটের গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘ক্যাচ ইট’, যেটি নির্মিত হচ্ছে ব্রিটিশ প্রযোজনায়। লন্ডনে কিছু অংশের শুটের পর সম্প্রতি পুরো টিম এসেছিলেন বাংলাদেশে এবং মোহামেডান স্পোর্টিং ক্লাবে শুক্রবার দিনব্যাপী কিছু অংশের দৃশ্যায়ন করেন।সিনেমাটি নির্মাণ করছেন ব্রিটিশ নির্মাতা ডিশ হোসেন। বাংলাদেশ অংশে তার সঙ্গে নির্মাণে ছিলেন দেশি নির্মাতা আবুল কালাম আজাদ। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ব্রিটিশ অভিনেতা ইফতি আহমেদ, যিনি এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বিফোর আই ডাই’ সিনেমায় অভিনয় করেছিলেন। সিনেমাটি প্রযোজনা করছেন আবজল মিয়া। ব্রিটিশ এই প্রযোজক বলেন, ‘পুরো এই সিনেমাটি নির্মিত হচ্ছে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে। ক্রিকেট অবশ্যই সবার অনেক পছন্দের একটি খেলা, সেটা ইংল্যান্ড হোক কিংবা বাংলাদেশে। খেলার সঙ্গে কিছু ফানও থাকবে। এই সিনেমার মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, খেলা সম্পর্কে ইংল্যান্ডের দর্শকরা জানতে পারবে। এর মাধ্যমে বাংলাদেশের অনেক কিছুই দেখানো হবে।’সিনেমাটির জন্য বাংলাদেশই কেন আপনাদের পছন্দের তালিকায়, এমন প্রশ্নে তিনি বলেন, ‘বাংলাদেশ খুবই চমৎকার একটি দেশ। একটি উন্নত দেশ। আমার মনে হয়, বাংলাদেশই প্রথম কোনো দেশ যেটা কি না খুব দ্রæত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাছাড়া এখানকার সংস্কৃতি, মানুষজন সবকিছুই খুব বেশি আপন লাগে। দুই দেশের সংস্কৃতির মধ্যে সংযোগ ঘটানোর জন্য সিনেমা সবচেয়ে বেস্ট অপশন। আমরা আবারও আসব এখানে, শুটিং করব। তাছাড়া বাংলাদেশের সঙ্গে আমাদের পার্টনারশিপে কাজ করার আগ্রহ রয়েছে। যৌথভাবে সিনেমা করার পরিকল্পনা রয়েছে সামনে।’— যোগ করেন প্রযোজক।সিনেমাটির অভিনেতা ইফতি আহমেদ বলেন, ‘আমি এর আগেও বাংলাদেশে এসেছি, একটা সিনেমার কাজ করেছিলাম। প্রথমবারের অভিজ্ঞতা খুব ভালো ছিল যে কারণে আবারও এসেছি। বাংলাদেশ খুবই দারুণ একটা দেশ। এখানকার মানুষ থেকে শুরু করে সবকিছুই দারুণ। যাদের সঙ্গে কাজ করেছি এমনকি এখন যে টিমের সঙ্গে কাজ করছি তারাও দারুণ। এখানে শুটিং করা একটা দারুণ অভিজ্ঞতা আমার জন্য। “ক্যাচ ইট” কমেডি ঘরানার সিনেমা। এটা একটা হিরোর গল্প নয়, এখানে যারা অভিনয় করছেন তাদের প্রত্যেকের একটা করে গল্প রয়েছে। যেটা সিনেমাটি না দেখলে বোঝা যাবে না।’বাংলাদেশি নির্মাতা আবুল আজাদ কালাম বলেন, ‘দেশের বাইরে খেলা নিয়ে যে ধরনের সিনেমা হয়, এটাও ঠিক তেমনি। লন্ডনে কিছু অংশের শুটিং হয়েছে, এখন দেশে হলো। কিছুদিন পর আবারও দেশে আরও বেশ বড় একটা অংশের শুটিং হবে। সেই অংশে বাংলাদেশি অনেক নামি অভিনেতাদের দেখা যাবে।’মুভি ম্যাড ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্স অথবা আমাজন প্রাইমে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ