সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৯ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় পিঠার উৎসব অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়া জেলায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় নাগরিক ফোরাম কর্তৃক আয়োজিত বেগম মরিয়ম মেমোরিয়াল মডেল স্কুলে সকালে শুরু হওয়া এই উৎসব চলে বিকেল পর্যন্ত।

এসময় কয়েক হাজার ক্রেতা-বিক্রেতাদের মিলন মেলায় পরিণত হয় আয়োজিত প্রাঙ্গণ। নৌকা, কাঁটা পিঠা, পাটি সাপটা, ঝুরি পিঠা, ঠোস পিটা, কুমড়া, করলা, মাশরুম, চট্রাপিঠা, দুধপুলি, ভাঁপাপিঠা, সইপিঠাসহ হরেক রকমের পিঠা খেতে নারী, পুরুষ ও শিশুদের ভিড় ছিল প্রতিটি স্টলে।

আয়োজন সংগঠন সভাপতি আব্দুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছিমা মুকাই আলী। বিজয়নগর উপজেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম কামরুল হাসান শান্তের সঞ্চালনায় পিঠা উৎসব উদ্বোধন করেন বিজয়নগর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান খাঁন শাওন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, চান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ এম শামীউল হক চৌধুরী, হরষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী সালাহউদ্দিন সেলিম, ইছাপুরা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি হালিমা চৌধুরী, ইসলামপুর আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের সিনিয়র শিক্ষক মোঃ নাসরুম আহমেদ ও ফখরিয়া আহমেদ, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির বিজয়নগর উপজেলা শাখার সভাপতি এ বি এম মোর্শেদ কামাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ