বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

মোস্তাফিজের সর্বশেষ অবস্থা

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৯ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : অনুশীলনের সময় মাথায় বলের আঘাত পান মোস্তাফিজুর রহমান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। মোস্তাফিজের আঘাত নিয়ে তার সর্বশেষ অবস্থা জানিয়েছে কুমিল্লা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মোস্তাফিজ নেটে বল করার সময় ঘটে এমন অনাকাক্ষিত ঘটনা। বিদেশি সতীর্থ ম্যাথু ফোর্ড যখন ব্যাট করছিলেন, তখন বোলিং সাইডে ছিলেন মোস্তাফিজ। হঠাৎই বল উড়ে এই পেসারের মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন মোস্তাফিজ। বলের আঘাতে মাথা ফেটে যায় তার। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেয়া হয় তাকে।

পরীক্ষানিরীক্ষা শেষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টিম ফিজিও জাহিদুল ইসলাম সজল বলেন, সিটি স্ক্যানের পর আমরা সন্তুষ্ট এটা কেবলই বাহ্যিক ইনজুরি। অভ্যন্তরীন কোনো রক্তক্ষণ নেই। বর্তমানে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও টিমের নিবিড় তত্ত্বাবধানে আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ