সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন

একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭ প্রদর্শন করেছেন

অনলাইন ডেস্ক : ফেনীতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে অমর একুশে বইমেলা আয়োজনের দাবি জানান বক্তারা। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে লেখক পাঠক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পোয়েট সোসাইটির সভাপতি কবি মনজুর তাজিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান দারা।

পানচিনি সাহিত্য সভার সভাপতি কবি ও সাহিত্যিক অ্যাডভোকেট গাজী তারেক আজিজের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ফেনী সাহিত্য সভার আহ্বায়ক কবি ও গবেষক শাবিহ মাহমুদ, আলাপন আবৃত্তি চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক সাংবাদিক নাজমুল হক শামীম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি সমির উদ্দিন, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি জাকের হায়দার সুমন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি নুরুজ্জামান সুমন, খেলাঘর ফেনীর জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ মনির, আজকের পত্রিকার প্রতিনিধি আবু ইউসুফ মিন্টু, দৈনিক প্রভাত আলোর নির্বাহী সম্পাদক সৌরভ পাটোয়ারী, কবি ও লেখক আফসার আমিন জাহান, পানচিনি সাহিত্য সভার সাধারণ সম্পাদক এবং দৈনিক ইত্তেফাকের (মাল্টিমিডিয়া) জেলা প্রতিনিধি এমএ আকাশ, নজরুল একাডেমির জেলা সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, লেখক নুরুল আমিন হৃদয়, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক কবি আর কে শামীম পাটোয়ারী, চিত্র সাংবাদিক দুলাল তালুকদার, সাপ্তাহিক নিহারীকা সম্পাদক রফিকুল ইসলাম, আইনজীবী আইয়ুব আলী মিলন, ভোরের কাগজের ছাগলনাইয়া প্রতিনিধি এমএ আওয়াল, ফেনী আবৃত্তি সংসদের সভাপতি এখলাস উদ্দিন খন্দকার বাবলু, সাংবাদিক দেলোয়ার হোসেন জন্টু, দৈনিক আমার ফেনীর সদর প্রতিনিধি কামরুল আরেফীন। এছাড়াও লেখক পাঠকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ